শনিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৩৬ পূর্বাহ্ন
দৈনিক সময় ডেস্ক রির্পোটঃফেনীর ছাগলনাইয়া থানার অফিসার ইনর্চাজ এমএম মুর্শেদ পিপিএম সমাজের নির্যাতিত নিপীড়িত গরীব অসহায় জনগণের আইনি সহায়তা নিশ্চিত করণে,থানা বাউন্ডারির মধ্যে দালাল ও তদবিরবাজদের প্রবেশ নিষিদ্ধ ঘোষনা করেছেন।ওসি মুর্শেদের নির্দেশ চিহৃিত থানার দালাল ও থানায় তালিকাভুক্ত কোন তদবিরবাজ টাউট বাটপার যদি কারো তদবির নিয়ে থানায় আসে,তাকে যেন সাথে সাথে ওসির কক্ষে নিয়ে যাওয়া হয়।ছাগলনাইয়া থানার ওসি সাধারণ ও নিরীহ জনগণের জ্ঞাতার্থে ১০ জুলাই থানার প্রবেশ মুখে এই সম্পর্কিত একটি পেষ্টুন টাঙ্গিয়েদেন।পেষ্টুনটিতে লিখা রয়েছে,দালাল ও তদবীরবাজদের সম্পর্কে সতর্ক থাকুন।পুলিশ কার্যক্রমে সেবা পেতে তদবীরের প্রয়োজন হয়না।আপনার অভিযোগ অফিসার ইনর্চাজ কে জানান।থানায় মামলা অভিযোগ ও জিডি করতে কোন প্রকার টাকা পয়সা প্রয়োজন হয়না।এছাড়া পেষ্টুনটির নিছে থানার ওসি ও ডিউটি অফিসারের নির্দিষ্ট মোবাইল নাম্বার দেওয়া হয়েছে।থানায় এসে কেউ যদি দালালের খপ্পরেপড়ে প্রতারিত হয় বা থানায় মামলা অভিযোগ ও জিডি গ্রহনে কোন পুলিশ কর্মকর্তা কারো কাছথেকে যদি টাকা পয়সা গ্রহণ করে থাকে, তাহলে তাৎক্ষনিক তা ওসিকে অবগত করণের নির্দেশনা ও দিয়েছেন ওসি।ছাগলনাইয়া থানার অফিসার ইনর্চাজ এমএম মুর্শেদ পিপিএম ও পরিদর্শক(তদন্ত)সুদ্বীপ রায় পলাশ,থানায় দায়ীত্বরত সকল অফিসার ও পুলিশ সদস্যদের কে হুশিয়ারি দিয়ে বলেন,পেষ্টুন টি শুধু দেওয়ালের শোভা বৃদ্ধি করণের লক্ষে বা ডিসপ্লে করণে টাঙ্গানো হয়েছে এমনটি যদি কেউ ধারণা করে থাকেন,তা হবে আপনাদের ভুল ধারণা।আমরা পেষ্টুনটি ডিসপ্লে নয় বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ।থানায় কর্মরত কারো বিরুদ্ধে অবৈধ পন্থায় অর্থ গ্রহণের অভিযোগ প্রমাণিত হলে সাথে সাথে ঐ পুলিস কর্মকর্তা বা সদস্যের বিপক্ষে আইনুযায়ী ডিপার্টমেন্টাল দণ্ড প্রদানে যথাযথ ব্যাবস্থা গ্রহণে ক্ষণিক বিলম্ব হবে না বলে,জানিয়েছেন ওসি এমএম মুর্শেদ পিপিএম।