শনিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ১২:২৯ পূর্বাহ্ন
পাটুরিয়া ঘাটের পশ্চিমে পদ্মা বক্ষে নৌকাডুবির ঘটনায় গুরুতর অসুস্থ ৭ জনকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৫ মাসের শিশু কন্যা অলৌকিকভাবে রক্ষা পেয়েছে। নৌকাডুবির প্রায় দেড় ঘন্টা পর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলের প্রায় দুই কিলোমিটার ভাটিতে উত্তাল পদ্মার বুক থেকে নারী-শিশুসহ ৭ জনকে উদ্ধার করে।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, সোমবার বিকেলে হরিরামপুরের ধুলসুড়া থেকে পাবনার বেড়া গ্রামের বাড়ি যাওয়ার পথে নিজস্ব ইঞ্জিনচালিত নৌকা পদ্মার প্রবল ঢেউয়ে ডুবে যায়। নৌকা আরোহী ৫ মাসের শিশু কন্যা ফাতেমা, বোন সুর্মি (৮), উর্মি (১০), পিতা ওমর আলী, মাতা চম্পা বেগম, আত্মীয় হিরা (২৫) ও মাঝি লাল চাঁদ মিয়া (৫৫) নদীতে ভাসতে থাকে।
খবর পেয়ে পাটুরিয়া ঘাটে অবস্থানরত দমকল বাহিনীর ধলেশ্বরী নামক জাহাজের সদস্যরা এদের উদ্ধার করে চিকিৎসা দেয়। তবে নৌকা উদ্ধার হয়নি।
সূত্রঃইত্তেফাক