ছৈয়দ কামাল,ফেনী প্রতিনিধিঃফেনীতে প্রাইভেট কারের যাত্রী হল চোরাই গরু ।ফেনীতে এবার প্রাইভেট কারের যাত্রী হল চোরাই গরু ।সম্প্রতি ১২ মার্চ ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের লক্ষীপুর গ্রামে ঘটেছে ঘটনাটি।ওই গ্রামের আবদুল কাদের তার কালো রংয়ের
একটি ষাঁড় সাবক মাঠে বেঁধে যাওয়ার পর,চার জনের বেরসিক একটা চোরের দল একটি প্রাইভেটকার নিয়ে,মাঠে বেঁধে যাওয়া আবদুল কাদেরের ষাঁড়ের সাবকটি প্রাইভেটকারে তুলে নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দেখে পেলেন।
যাত্রী হিসেবে প্রাইভেট কারটিতে মানুষ না তোলে গরুর বাচ্চা তুলে নেওয়ায় স্থানীয়রা প্রাইভেট কারটিকে তাড়া করলে,প্রাইভেট চালকসহ চার সদস্যের চোরের দলটি যাত্রী হিসেবে তুলে নেওয়া ষাঁড় সাবকটি নিয়ে দ্রুত গতিতে ঘটনাস্থ থেকে পালিয়ে যাওয়া
কালীন,প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কস্থ লালপুল এলাকায় এসে একটি দোকানের সাথে সজোরে ধাক্কা মারলে ধুমড়ে মুছড়ে যায়।এই সময় প্রাইভেটকারে
থাকা চার সদস্যের চোরের দলটির দুইজন পালিয়ে যায়।এই সময় স্থানীয়রা প্রাইভেটে থাকা যাত্রী ষাঁড় সাবকটি উদ্ধার করে,বাকী দুই চোরকে উত্তম মধ্যম দিয়ে ফেনী মডেল থানায় খবর দেন।
পরে ফেনী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে এসে জনগণের হাতে প্রহারের শিকার সোনাগাজী উপজেলার দক্ষিন পূর্বচরচান্দিয়া এলাকার মৃতঃকামাল উদ্দিনের ছেলে সোহেল
রানা (২৫) ও একই উপজেলার সোনাপুর কোম্পানী বাজার এলাকার আবদুর রহিমের ছেলে নুরুল আফসার (৩০) কে গ্রেপ্তার করে,প্রাইভেট কারটিসহ ষাঁড় সাবকটি উদ্ধার করে থানায় নিয়ে যান।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃআলমগীর হোসেন এই ঘটনার বিষয় সত্যতা নিশ্চিত করেছেন।
আরো পড়ুন=>> করোনা ভাইরাস আতংকে প্রয়োজন ছাড়া প্রবাসীদের দেশে আসার দরকার নেই : স্বাস্থ্যমন্ত্রী