1. Mijankhan298@gmail.com : Mijankhan :
  2. Bijoyerbangla@gmail.com : সময় সংবাদ : সময় সংবাদ
এখন সাবিনাদের অর্থের প্রল্ভন দেখাচ্ছেন সালাউদ্দিন! - সময়য়ের সেরা খবর!
সদ্যপ্রাপ্ত:
আপন ভাইয়ের শাস্তি চেয়ে করে ফেসবুকে ক্রিকেটার এনামুলের স্ট্যাটাস কিন্তু কেন! কোহলির কৌশলকে উড়িয়ে দিয়ে আউট করলেন তাসকিন! জিম্বাবুয়েকে হারিয়ে সুপার টুয়েলভের জায়গা টিকিয়ে রাখল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ব্যর্থতার মাঝে ঘুরপাক খাওয়া টাইগারদের নিয়ে অবিশ্বাস্য বার্তা মাশরাফির মাশরাফিকে আইকন করে আমিরসহ এই ৩ বিদেশি ভয়ংকর ক্রিকেটারকে দলে ভেড়ালো সিলেট দেশের মাটিতে ব্যাট হাতে যত রান করলেন আশরাফুল শ্রীলংকার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আরব আমিরাত, দেখুন দুই দলের শক্তিশালী একাদশ বিশ্বকাপের মূল পর্বে ‘একটা জয়ই বদলে দেবে সবকিছু’ বাংলাদেশে কখনোই ১৩৫ স্ট্রাইকরেটের ব্যাটার ছিল না: মোসাদ্দেক ওয়েস্ট ইন্ডিজকে হারাতেই অবিশ্বাস্যভাবে যা বললেন স্কটল্যান্ড অধিনায়ক রিচি বেরিংটন

এখন সাবিনাদের অর্থের প্রল্ভন দেখাচ্ছেন সালাউদ্দিন!

  • প্রাবলিশ করা হয়েছে : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৯৮ জন পড়েছে

বাংলাদেশের ফুটবলে অন্যতম বড় অর্জন সাবিনাদের সাফ জয়। এত বড় এই অর্জন যারা এনে দিয়েছেন তাদের পারিবারিক আর্থসামাজিক অবস্থা বেশ নড়বড়ে। ফু’টবল খেলে তাদের পরিবার সাবলম্বী হচ্ছে। এত বড় অর্জনের পর সাবিনাদের জন্য সরাসরি কোনো পুর’স্কার ঘোষণা করেনি বাফুফে। আজ মঙ্গলবার বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কাজী সালাউদ্দিন সাবিনাদের প্রশংসা করলেও

অর্থ পুরস্কার নিয়ে কিছু বলেননি। ক্রীড়ামোদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরই ক্রীড়াঙ্গনের সাফল্যে পুরস্কার দিয়েছেন। সাফ জয়ী নারীদের জন্য প্রধা’নমন্ত্রীর দিকেই তাকিয়ে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, ‘আমাদের মেয়েরা ভালো করলে আমাদের মাননীয় প্র’ধানমন্ত্রী নিজে থেকে ডেকেই

তাদের উপহার দেন। প্রধানমন্ত্রী ভালো করেই জানেন মেয়েরা এটা করেছে। আশা করছি, ওনার কাছ থেকে একটা ভা’লো উপহার ও সংবর্ধনার ব্যবস্থা করা হবে। এর সঙ্গে আরও কিছু কিছু জায়গা থেকে স্পন্সররা আলাপ করছে। এসব কিছু আসার পরে আমার বিশ্বাস

মেয়েরা খুশি হবে।’ মেয়েদের এত বড় অর্জনের পর সাবিনাদের সুযোগ-সুবিধা বাড়বে কি না জানতে চাইলে কাজী সালাউদ্দিন বলেন, ‘আমি তো চাই টাকা থাকলে প্র’ত্যেকটা মেয়েকে ২ কোটি টাকা করে দিয়ে দিতে। তবে আমার কাছে তো সেই টাকাটা থাকতে হবে। যা আনতে পারব,

সেগুলো এই মেয়েদেরকেই দেব। কারণ তাদের যত দেব, ততই আমরা পাব।’ ক্রীড়াঙ্গনে নারী পুরুষের সম্মানীর বৈষম্য নিয়ে আলোচনা-সমালোচনা থাকেই। বাং’লাদেশের নারীরাও খুব সামান্য অর্থ পান। এই বিষয়ে সভাপতি বলেন, ‘ছেলে-মেয়েদের সমান পারিশ্রমিক হতে পারে না ফুটবল

দুনিয়ায়। এমবাপ্পের সাইনিং মানি ৩০০ মিলিয়ন। মেয়েদের সেরা খেলোয়াড় পায় ৪ মিলিয়ন।’ মেয়েদের এই অ’র্জনের জন্য তিনি বিশেষ ধন্যবাদ জানিয়েছেন বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণকে, ‘ধন্যবাদ জানাই নারী ফুটবল

কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণকে। তিনি ব্যক্তিগতভাবে অনেক কষ্ট করেছেন, সময় দিয়েছেন। পরি’কল্পনায় ছিলাম আমি, কিরণ এবং টেকনিক্যাল ডিরেক্টর। এরপর মেয়েদের ছোটনকে কোচ হিসেবে নিয়েছি টেকনিক্যাল ডিরেক্টরের

সঙ্গে মিলে কাজ করার জন্য। তাদের অধীনে ট্রেনিং করেছে। আমরা ওদের থাকা-খাওয়া, মাসিক ভাতা দিয়েছি। মেয়েদের রি’লিজ করতে কোনো টাকা বাফুফে নেয়নি। যাতে ক্লাব থেকে যা পায় তা যাতে তারাই পায়। আমরা সব ধরনের সহায়তা দিয়েছি।’

দয়া করে নিউজটি শেয়ার করুন🙏

এই বিভাগের আরো খবর পড়ুন 👇
© All rights reserved © 2022
Site Customized By NewsTech.Com