টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে স্কটল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এদিন আগে ব্যাট করে স্কটল্যান্ড অল-আ’উট হয়ে যায় মাত্র ৭৭ রানেই। বাংলাদেশের হয়ে ৪ টি উইকেট নিয়ে ম্যাচসেরা সোহেলী আক্তার। ২ টি উইকেট নিয়েছেন নাহিদা আক্তার। ১ টি করে উইকেট নিয়েছেন সালমা খাতুন এবং সানজিদা মেঘলা। মাত্র ৭৮ রানের লক্ষ্যে ব্যাট
করতে নেমে ৭ রান করেই ফিরে যান ওপেনার শামীমা সুলতানা। অন্য মুর্শিদা খাতুন করেন ১৬ বলে ১৬ রান। আগের ম্যা’চের ম্যান অব দ্য ম্যাচ নিগার সুলতানা জ্যোতি করেন ৪৩ বলে ৩৪ রান। ৭ বলে ১১ রানে রুমানা আউট হলেও ৪২ বল হাতে রেখে ম্যাচটা
জিতে যায় বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ দলের শেষ ম্যাচ যুক্তরাষ্ট্রের বিপক্ষে। বিশ্বকাপের মূলপর্বের টিকিট পেয়েই গেছে বাংলাদেশ। শেষ ম্যাচটা স্রেফ আনুষ্ঠানিকতা। তবে জটিল কিছু সমীকরণ এর কারনে এখনই বাংলাদেশকে কোয়ালিফাইড ঘোষনা করা যাচ্ছেনা৷