অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপের বাকি নেই আর এক মাসও। অংশ নেয়া ১৬ দলের প্রস্তুতি চলছে পুরো দমে। বাংলাদেশ এবার বাছাই নয়, সুপার টুয়েলভে সরাসরি খেলবে। চার ছক্কার আসর নিয়ে
উন্মাদনা যখন ডালপালা মেলতে শুরু করেছে, তখনই বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে দেখা দিয়েছে অনিশ্চায়তা। সম্প্রচার নিয়ে জটীলতার কেন্দ্রে বাংলাদেশ ব্যাংক থেকে লেটার অফ ইন্টেন্ট বা ছাড়পত্র না
পাওয়া। মূলত বৈশ্বিক ডলার সংকট কাটিয়ে উঠতে দেশের কেন্দ্রীয় আরোপ করেছে নানা সর্ত। এর পরেও ছাড়পত্র পাচ্ছেনা দেশীয় প্রতিষ্ঠান গুলো। কেনা যাচ্ছেনা ব্রডকাষ্ট রাইট। এদিকে কেন্দ্রীয় ব্যাংকের
অনুমতি না পাওয়ায় এশিয়া কাপের সম্প্রচার স্বত্বের বকেয়া এখনো শোধ করতে পারেনি দেশীয় চ্যানেল গুলো। ফলে ব্রডকাষ্ট রাইট হোল্ডারদের সাথে সম্পর্কে সৃষ্টি হয়েছে টানাপরেন। অনেকেই সঙ্কা করছেন এর ফলে
আইসিসি থেকে বিশ্বকাপ রাইটস নাও পেতে পারে বাংলাদেশ। সে ক্ষেত্রে বঞ্চিত হবেন দেশের কোটি কোটি ক্রিকেট সমর্থক। সম্প্রচার স্বত্ব নিয়ে কাজ করা স্পোর্ডিয়ামের
প্রধান নির্বাহী জিয়াউদ্দিন আদিল বলেন,” বাংলাদেশ ব্যাংক আর রাজস্ব বোর্ডের নির্দেশনায় বাংলাদেশে আন্তর্জাতিক ম্যাচ দেখানোর বিষয়ে একটি পদ্ধতিগত নিয়ম আছে। তবে এরপরেও পরিশোধ করা
যাচ্ছেনা এশিয়া কাপ সম্প্রচার স্বত্বের টাকা। ফলে শুধু বিশ্বকাপই নয়, অক্টবরে সিলেটে শুরু হতে যাওয়া নারী এশিয়া কাপ সম্প্রচারও এখন অনিশ্চয়তার মুখে।” শুধুযে দর্শকরা তা নয়, বিশ্বকাপের খেলা সম্প্রচার করা না
গেলে ক্ষতির মুখে পরবে সরকার। হারাবে ব্যপক রাজস্ব। তাই সংশ্লিষ্টদের প্রত্যাশা দ্রুততম সময়ে সম্প্রচার স্বত্বাধিকারীদের বকেয়া পরিশোধের ব্যবস্থা করে বিশ্বকাপে খেলা দেখানোর পথ সহজ করবে কেন্দ্রীয় ব্যাংক।