1. Mijankhan298@gmail.com : Mijankhan :
  2. Bijoyerbangla@gmail.com : সময় সংবাদ : সময় সংবাদ
অবাক ক্রিকেট বিশ্ব কোহলিকে পিছনে ফেলে T20 তে নতুন ইতিহাস গড়লেন বাবর আজম - সময়য়ের সেরা খবর!
সদ্যপ্রাপ্ত:
আপন ভাইয়ের শাস্তি চেয়ে করে ফেসবুকে ক্রিকেটার এনামুলের স্ট্যাটাস কিন্তু কেন! কোহলির কৌশলকে উড়িয়ে দিয়ে আউট করলেন তাসকিন! জিম্বাবুয়েকে হারিয়ে সুপার টুয়েলভের জায়গা টিকিয়ে রাখল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ব্যর্থতার মাঝে ঘুরপাক খাওয়া টাইগারদের নিয়ে অবিশ্বাস্য বার্তা মাশরাফির মাশরাফিকে আইকন করে আমিরসহ এই ৩ বিদেশি ভয়ংকর ক্রিকেটারকে দলে ভেড়ালো সিলেট দেশের মাটিতে ব্যাট হাতে যত রান করলেন আশরাফুল শ্রীলংকার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আরব আমিরাত, দেখুন দুই দলের শক্তিশালী একাদশ বিশ্বকাপের মূল পর্বে ‘একটা জয়ই বদলে দেবে সবকিছু’ বাংলাদেশে কখনোই ১৩৫ স্ট্রাইকরেটের ব্যাটার ছিল না: মোসাদ্দেক ওয়েস্ট ইন্ডিজকে হারাতেই অবিশ্বাস্যভাবে যা বললেন স্কটল্যান্ড অধিনায়ক রিচি বেরিংটন

অবাক ক্রিকেট বিশ্ব কোহলিকে পিছনে ফেলে T20 তে নতুন ইতিহাস গড়লেন বাবর আজম

  • প্রাবলিশ করা হয়েছে : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৮৮ জন পড়েছে

কাল শতরান করে নিজের দেশকে সিরিজে সমতা ফিরিয়ে আনতে সাহায্য করেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। এটি ছিল তার আন্তর্জাতিক T-20 তে কেরিয়ারের দ্বি’তীয় শতরান। সেই সঙ্গে তিনি পাকিস্তানের অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক

ক্রিকেটে সবচেয়ে বেশি শতরান করার রেকর্ডটিও নিজের নামে করে নিয়েছেন। সবমিলিয়ে বলাই যায় যে বৃহস্পতিবার রাতটা বাবরের কেরিয়ারের অন্যতম একটা স্মরণীয় রাত। এশিয়া কাপ থেকেই যেন ছন্দ হারিয়ে ফেলেছিলেন বাবর আজম। এশিয়া কাপের আগে

তিনি ছিলেন দুরন্ত ছন্দে। কিন্তু এশিয়া কাপে একবারও তিনি ৩০ রানের গণ্ডি অতিক্রম করতে পারেননি। ইংল্যান্ডের বি’রুদ্ধে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারের মুখ দেখতে হয়েছিল ও সেদিনও ব্যাট হাতে বেশ ফিকে ছিলেন বাবর।

স্বাভাবিকভাবেই পাকিস্তান এবং গোটা বিশ্বের মিডিয়া তার কিছুটা সমালোচনা করেছিল। কিন্তু সেইসব সমালোচকদের যোগ্য জবাব দিয়ে দুরন্ত ইনিংস খেলেছেন বাবর। ৬২ হলে নিজের শতরান সম্পূর্ণ করার পরে তিনি মোট ৬৬ বল খেলে ১১০ রানে অপরাজিত

থাকেন। কিছুদিন আগে আফগানিস্তানের বিরুদ্ধে থেকে একই মেজাজে শতরান করে ছন্দে ফিরেছিলেন বিরাট কোহলি। বাবর আজমও কিছুটা একই ভঙ্গিতে অ’ফফর্ম কাটিয়ে ছন্দে ফিরলেন। এদিন অবশ্য তিনি বিরাট কোহলিকে পিছনে ফেলে দিয়েছেন একটি

ক্ষেত্রে। টি-টোয়েন্টি ফরম্যাটে সব রকমের ম্যাচ অর্থাৎ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, আন্তর্জাতিক ম্যাচ সব মিলিয়ে দ্রুততম ৮০০০ রানসংগ্রাহক হওয়ার তালিকায় তিনি বিরাট কোহলিকে ছাড়িয়ে গিয়েছেন। খুব স্বাভাবিকভাবেই তার এই কৃতিত্বে উচ্ছ্বসিত পাকিস্তান

ক্রিকেট ভক্তরা। বিরাট কোহলির টি-টোয়েন্টি ক্রিকেটে ৮০০০-রান পূর্ণ করতে সময় লেগেছিল ২৪৩ ম্যাচ। বাবর আজমের তার চেয়ে ২৫টি ম্যাচ কম লাগলো। অর্থাৎ মাত্র ২১৮ টি ম্যাচ খেলেই এই মাইলফলক ছুঁয়ে ফেলেছেন পাক অধিনায়ক। দ্রুততম ৮০০০ রান সংগ্রাহকদের মধ্যে এতদিন বিরাট কোহলি দ্বিতীয়

স্থানে ছিলেন। কিন্তু এবার থেকে সেই জায়গাটা বরাদ্দ হয়ে গেল বাবর আজমের জন্য। প্রথম স্থানে রয়েছেন টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আইকন ক্রিস্টোফার হেনরি গেইল। তিনি ৮০০০ রান করতে সময় নিয়েছিলেন ২১৩ ম্যাচ।

দয়া করে নিউজটি শেয়ার করুন🙏

এই বিভাগের আরো খবর পড়ুন 👇
© All rights reserved © 2022
Site Customized By NewsTech.Com