বাংলাদেশ নারী ফুটবলের অন্যতম ভরসার নাম সাবিনা খাতুন। অধিনায়কত্বের পাশাপাশি প্রতিপক্ষের আতঙ্কের নামও তিনি। নেপাল সাফ চ্যাম্পিয়নশিপেও বাংলাদেশকে নেতৃত্ব দেয়ার পাশাপাশি নিজ পারফরমেন্সে উজ্জীবিত ছিলেন সাবিনা খাতুন।
প্রতিপক্ষের রক্ষণের ত্রাসের কারণ হয়েছে প্রতি ম্যাচেই। আসরে দুই হ্যাটট্রিকসহ করেছেন ৮ গোল। জিতেছেন গোল্ডেন বুট। সাবিনার পারফরমেন্স নজর এড়ায়নি আন্তর্জাতিক মহলেরও।
তাইতো পাকিস্তানের লিগে খেলার জন্য ডাক পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক। সবকিছু ঠিক থাকলে লিগ খেলার ইচ্ছার কথা জানান সাবিনা।সাবিনা বলেছেন, পাকিস্তানের চ্যাম্পিয়নশিপ হলে আমি যেতে পারবো কিনা সে ব্যাপারে সেদেশ থেকে আমাদের সাথে
যোগাযোগ করা হয়েছিল। আমি বলেছি, আমাকে বিস্তারিত জানানো হলে ফেডারেশনকে জানাতে পারি। দেশের বাইরে লিগ খেলার অভিজ্ঞতা আছে সাবিনা খাতুনের। এর আগে মালদ্বীপের লিগে খেলেছেন এই স্ট্রাইকার। মুড়ি-মুড়কির মতো গোল করেছেন গোলমেশিন খ্যাত বাংলাদেশ অধিনায়ক।