সৌদি আরবের পবিত্র মক্কায় আয়োজিত ৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় হয়েছেন বাংলাদেশি কিশোর হাফেজ সালেহ আহমদ তাকরীম। প্রতিযোগিতা শেষে গতকাল বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দেশে ফিরেছেন এই
ক্ষুদে হাফেজ। বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদ তাকরীমকে অভিবাদন জানাচ্ছেন দেশ-বিদেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ। সামাজিক যোগাযোগ মেতেছে তাকরীম বন্ধনায়। এই ক্ষুদে হাফেজের প্রশংসায় পঞ্চমুখ জনপ্রিয় ইসলামি চিন্তাবিদ মাওলানা…)মিজানুর রহমান আজহারী। এবার তাকে অভিবাদন বার্তা দিয়েছেন জাতীয়
ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ফেসবুকে তাকরীমকে অভিবাদন জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন এই সিনিয়র ক্রিকেটার। মুশফিক তার স্ট্যাটাসে লেখেন, মাশাআল্লাহ্, আলহামদুলিল্লাহ। তোমাকে নিয়ে গর্বিত ছোট ভাই। দয়া করে আমাদের জন্য দোয়া করো।