1. Mijankhan298@gmail.com : Mijankhan :
  2. Bijoyerbangla@gmail.com : সময় সংবাদ : সময় সংবাদ
T-20 তে ১০ উইকেটের জয়, সেরা তিনের সবকটিতে জড়িয়ে আছে পাকিস্তান - সময়য়ের সেরা খবর!
সদ্যপ্রাপ্ত:
আপন ভাইয়ের শাস্তি চেয়ে করে ফেসবুকে ক্রিকেটার এনামুলের স্ট্যাটাস কিন্তু কেন! কোহলির কৌশলকে উড়িয়ে দিয়ে আউট করলেন তাসকিন! জিম্বাবুয়েকে হারিয়ে সুপার টুয়েলভের জায়গা টিকিয়ে রাখল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ব্যর্থতার মাঝে ঘুরপাক খাওয়া টাইগারদের নিয়ে অবিশ্বাস্য বার্তা মাশরাফির মাশরাফিকে আইকন করে আমিরসহ এই ৩ বিদেশি ভয়ংকর ক্রিকেটারকে দলে ভেড়ালো সিলেট দেশের মাটিতে ব্যাট হাতে যত রান করলেন আশরাফুল শ্রীলংকার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আরব আমিরাত, দেখুন দুই দলের শক্তিশালী একাদশ বিশ্বকাপের মূল পর্বে ‘একটা জয়ই বদলে দেবে সবকিছু’ বাংলাদেশে কখনোই ১৩৫ স্ট্রাইকরেটের ব্যাটার ছিল না: মোসাদ্দেক ওয়েস্ট ইন্ডিজকে হারাতেই অবিশ্বাস্যভাবে যা বললেন স্কটল্যান্ড অধিনায়ক রিচি বেরিংটন

T-20 তে ১০ উইকেটের জয়, সেরা তিনের সবকটিতে জড়িয়ে আছে পাকিস্তান

  • প্রাবলিশ করা হয়েছে : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৩৬ জন পড়েছে

টি-টোয়েন্টি ক্রিকেটে রানটাই আসল। ব্যাটাররা তাই উইকেটের দিকে সাধারণত মনোযোগ দেন না। তবে এই টি-টোয়েন্টি ক্রিকেটেও ১৩০ বা তার বেশি রান তাড়া করে ১০ উই’কেটের জয় আছে ৭টি! এর মধ্যে দেড়শর ওপর রান

তাড়ায় জয় ৩টি। ৩টিতেই জড়িয়ে পাকিস্তানের নাম। দুটি জিতেছে পাকিস্তান, একটিতে তারা হেরেছে। বৃহস্পতিবার রাতে ইংল্যান্ডের বিপক্ষে ২০০ রান তাড়া করে বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ানের জুটিতে ১০ উইকেটের অবিশ্বাস্য এক জয় পেয়েছে

পাকিস্তান। টি-টোয়েন্টির ইতিহাসে এটিই সবচেয়ে বেশি রান তাড়া করে পাওয়া ১০ উইকেটের জয়। দ্বিতীয় স্থানেও জড়িয়ে পাকিস্তানের নাম। তবে হারা দল হিসেবে। ১০ উইকেট হাতে রেখে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় জয়টি

নিউজিল্যান্ডের। ২০১৬ সালে হ্যামিল্টনে পাকিস্তানের ১৬৯ তাড়া করে কিউইদের জিতিয়েছিল মার্টিন গাপটিল আর কেন উইলিয়ামসন। তৃতীয় স্থানে আছে পাকিস্তানের আরেকটি জয়। ২০২১ টি-টোয়েন্টি

বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ১৫২ রান তাড়া করে দলকে বিনা ‍উইকেটে জিতিয়েছিল বাবর-রিজওয়ান জুটিই। চতুর্থ সবচেয়ে বেশি রান তাড়া করে ১০ উইকেটের জয়টি ইংল্যান্ডের। ২০১৩ সালে ওয়েলিংটনে

স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ১৪০ রান তাড়া করে বিনা উইকেটে জেতে ইংলিশরা। পঞ্চম স্থানে আছে ১৩০ রানের তিনটি জয়। ২০০৭ সালে জোহানেসবার্গে পাকিস্তানের বিপক্ষে এই রান তাড়া করে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। ১৩০ তাড়া করে বিনা উইকেটে বাকি

দুটি জয় ওমানের। ২০২০ সালে মালদ্বীপের বিপক্ষে আল আমেরাতে এবং পরের বছর একই ভেন্যুতে পাপুয়া নিউগিনির বিপক্ষে ১৩০ রান তাড়া করে ১০ উইকেট হাতে রেখে জিতেছিল ওমান।

দয়া করে নিউজটি শেয়ার করুন🙏

এই বিভাগের আরো খবর পড়ুন 👇
© All rights reserved © 2022
Site Customized By NewsTech.Com