থাইল্যান্ডকে ১১ রানে হারিয়ে বিশ্বকাপে কোয়ালিফাই করেছে বাংলাদেশ, উঠেছে বিশ্বকাপ বাছাইয়ের ফাইনালে। আইসিসি প্রমীলা বিশ্বকাপের বাছাইপর্বের দ্বিতীয় সেমিফাইনালে থাইল্যান্ডকে ১১ রানে হারিয়ে ফাইনালে
জায়গা করে নিয়েছে বাংলাদেশ। একইসাথে আইসিসি প্রমীলা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগামী আসরে কোয়ালিফাই করেছে বাঘিনীরা। বিশ্বকাপ বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে আয়ারল্যান্ডের। আবুধাবিতে টস ভাগ্য এসেছিল থাইল্যান্ডের পক্ষে।
থাই অধিনায়ক নাথিতা বুনসুখাম বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। দুই ওপেনার ফারজানা হক ও মুর্শিদা খাতুন ৬.৫ ওভারে ৩৪ রান এনে দেন দলকে। ১৭ বলে ১১ রান করে বিদায় নেন ফারজানা। দলীয় রান পঞ্চাশ পার হতেই মুর্শিদা বিদায় নেন ৩৫ বলে
২৬ রান করে। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও দ্রুত রান তুলতে পারেননি আজ। ২৪ বলে ১৭ রান করে তিনিও বিদায় নিলে দলের হাল ধরেন রুমানা আহমেদ। সোবহানা মোস্তারি ১০ বলে ৬ রান করে বিদায় নিলে ক্রিজে
নেমে দ্রুতগতিতে রান তোলার চেষ্টা করেন ঋতু মণি। শেষ বলে রানআউট হওয়ার আগে তিনটি চারের সহায়তায় ১০ বলে ১৭ রান করেন তিনি। দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করে অপরাজিত থাকেন রুমানা। ২৪ বলে ২৮ রান করার পথে তিনি হাঁকান দুটি চার ও
একটি ছক্কা। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১১৩ রান। জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় থাইল্যান্ড। ১৩ রানের মধ্যেই বাংলাদেশ শিকার করে ফেলে তিনটি উইকেট। এরপর নাথাকান চান্টাম একপ্রান্ত আগলে
রাখলেও দলকে জয় এনে দিতে পারেননি। ৪৬ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৫৪ রান করে তিনি বিদায় নেন। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০২ রান জড়ো করতে সমর্থ হয় থাইল্যান্ড। চান্টাম ৫১ বলে ৬৪ রান করে বিদায় নেন ইনিংসের শেষ ওভারে। শেষ
২ বলে ২ উইকেট শিকার করা সালমা খাতুন একাই শিকার করেন ৩ উইকেট। এছাড়া সানজিদা আক্তার মেঘলা দুটি ও নাহিদা আক্তার একটি উইকেট শিকার করেন। এর আগে প্রথম সেমিফাইনালে জিম্বাবুয়েকে ৪ রানে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের ফাইনালে ওঠার
পাশাপাশি বিশ্বকাপের মূল পর্বে কোয়ালিফাই করে আয়ারল্যান্ড। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ছাড়াও আয়ারল্যান্ড ও বাংলাদেশের সাথে বিশ্বকাপের মূল পর্বে খেলবে ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড।