1. Mijankhan298@gmail.com : Mijankhan :
  2. Bijoyerbangla@gmail.com : সময় সংবাদ : সময় সংবাদ
এ বছরে T-20 তে সবচেয়ে বেশি ছক্কা এই পাচ ক্রিকেটারের - সময়য়ের সেরা খবর!
সদ্যপ্রাপ্ত:
আপন ভাইয়ের শাস্তি চেয়ে করে ফেসবুকে ক্রিকেটার এনামুলের স্ট্যাটাস কিন্তু কেন! কোহলির কৌশলকে উড়িয়ে দিয়ে আউট করলেন তাসকিন! জিম্বাবুয়েকে হারিয়ে সুপার টুয়েলভের জায়গা টিকিয়ে রাখল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ব্যর্থতার মাঝে ঘুরপাক খাওয়া টাইগারদের নিয়ে অবিশ্বাস্য বার্তা মাশরাফির মাশরাফিকে আইকন করে আমিরসহ এই ৩ বিদেশি ভয়ংকর ক্রিকেটারকে দলে ভেড়ালো সিলেট দেশের মাটিতে ব্যাট হাতে যত রান করলেন আশরাফুল শ্রীলংকার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আরব আমিরাত, দেখুন দুই দলের শক্তিশালী একাদশ বিশ্বকাপের মূল পর্বে ‘একটা জয়ই বদলে দেবে সবকিছু’ বাংলাদেশে কখনোই ১৩৫ স্ট্রাইকরেটের ব্যাটার ছিল না: মোসাদ্দেক ওয়েস্ট ইন্ডিজকে হারাতেই অবিশ্বাস্যভাবে যা বললেন স্কটল্যান্ড অধিনায়ক রিচি বেরিংটন

এ বছরে T-20 তে সবচেয়ে বেশি ছক্কা এই পাচ ক্রিকেটারের

  • প্রাবলিশ করা হয়েছে : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৫০৭ জন পড়েছে

২০২২ সালে সর্বোচ্চ ছক্কার সংখ্যায় এরপর আছেন লিয়াম লিভিংস্টোন (৩৯ ইনিংসে ৬৬টি) ও রাইলি রুশো (৩৫ ইনিংসে ৬৩টি)। ইনিংসপ্রতি ছয়ের সংখ্যায় রুশো (১.৮) ও লিভিংস্টোন (১.৬৯)—দুজনই ডেভিডের চেয়ে এগিয়ে।২০২১ সালে সর্বোচ্চ ছক্কার তালিকার থেকে

এবারও এখন পর্যন্ত শীর্ষে পাঁচে জায়গা ধরে রেখেছেন একজনই—লিভিংস্টোন। গত বছর টি-টোয়েন্টিতে ৪০ ইনিংসে ৮৬টি ছক্কা মেরে তালিকার দুইয়ে ছিলেন এ ইংলিশ ব্যাটসম্যান। তালিকায় সবার ওপরে ছিলেন নি’উজিল্যান্ডের গ্লেন ফিলিপস, ৫৭ ইনিংসে ৯৭টি ছয় মেরেছিলেন তিনি। তিন ও চারে ছিলেন দুজন ক্যারিবীয়—মাত্র ৩৪ ইনিংসে ৮২টি ছক্কা মেরেছিলেন

এভিন লুইস, ৪৫ ইনিংসে ৬৬টি মেরেছিলেন নিকোলাস পুরান। ৪১ ইনিংসে ৬১টি ছক্কা ছিল আরেক কিউই ব্যাটসম্যান গ্লেন ফিলিপসের। এ বছর ছক্কা মারার হিসা’বে শীর্ষে পাঁচের বাইরে থাকা কয়েকজনও খুব বেশি পিছিয়ে নেই। জস বাটলার (৬২), পল স্টার্লিং (৬২), অ্যালেক্স হেলস (৫৭), ডেভিড মিলার (৫৭) ও নিকোলাস পুরান (৫৭)—সবাই আছেন নিজ

নিজ টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে। অস্ট্রেলিয়ায় ছক্কার ‘উৎসব’ দেখার আশা করতেই পারেন আপনি! টি-টোয়েন্টি বিশ্বকাপের বছর বলে আন্তর্জাতিক টি-টো’য়েন্টির হিসাবটাও অবশ্য বলে রাখা দরকার। এ তালিকায় সবার ওপরে আছেন পাপুয়া নি’উগিনির টনি উরা, মেরেছেন ৩৯টি ছয়। তবে এবার বিশ্বকাপে নেই পাপুয়া নিউগিনি, উরাকে তাই দেখা যাবে না অস্ট্রেলিয়ায়। তালিকার দুইয়ে থাকা ভারতের

সূর্যকুমার যাদব (৩৭) অবশ্য আছেন আগুনে ফর্মে, বিশ্বকাপেও ভারতের অ’ন্যতম ভরসার নাম হতে যাচ্ছেন তিনি। তিনে আছেন ওয়েস্ট ইন্ডিজের রোভম্যান পাওয়েল (৩৬)। চারে থাকা সংযুক্ত আরব আমিরাতের মুহাম্মদ ওয়াসিমকে (৩৫) অবশ্য দেখা যাবে বিশ্বকাপে। এ বছর ওয়ানডেতে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন ওয়েস্ট

ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান—২৭টি। দুইয়ে থাকা জস বাটলারের ছক্কা ২১টি। জিম্বাবুয়ের সিকান্দার রাজা মেরেছেন ১৭টি ছক্কা, ১৫টি করে মেরেছেন ওয়ে’স্ট ইন্ডিজের শামার ব্রুকস ও স্কটল্যান্ডের মাইকেল লিস্ক। টেস্টে ২০২২ সালে ছক্কা সবচেয়ে বেশি কার, সেটি বোধ হয় অনুমান করে নেওয়া খুব একটা

কঠিন নয়। নিজেদের গ্রীষ্মে আক্রমণাত্মক ক্রিকেটকে নতুন রূপ দেওয়া ইংল্যান্ডের দুজন—বেন স্টোকস (২২) ও জনি বে’য়ারস্টো (১৮) আছেন শীর্ষে। এরপর আছেন শ্রীলঙ্কার দীনেশ চান্ডিমাল (১৫), ভারতের ঋষভ পন্ত (১৪) ও নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল (১০)।

দয়া করে নিউজটি শেয়ার করুন🙏

এই বিভাগের আরো খবর পড়ুন 👇
© All rights reserved © 2022
Site Customized By NewsTech.Com