1. Mijankhan298@gmail.com : Mijankhan :
  2. Bijoyerbangla@gmail.com : সময় সংবাদ : সময় সংবাদ
বুমরা ও শাহীন আফ্রিদির মাঝে কে বেশি সফল হবেন বিশ্বকাপে? উত্তর দিলেন পন্টিং - সময়য়ের সেরা খবর!
সদ্যপ্রাপ্ত:
আপন ভাইয়ের শাস্তি চেয়ে করে ফেসবুকে ক্রিকেটার এনামুলের স্ট্যাটাস কিন্তু কেন! কোহলির কৌশলকে উড়িয়ে দিয়ে আউট করলেন তাসকিন! জিম্বাবুয়েকে হারিয়ে সুপার টুয়েলভের জায়গা টিকিয়ে রাখল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ব্যর্থতার মাঝে ঘুরপাক খাওয়া টাইগারদের নিয়ে অবিশ্বাস্য বার্তা মাশরাফির মাশরাফিকে আইকন করে আমিরসহ এই ৩ বিদেশি ভয়ংকর ক্রিকেটারকে দলে ভেড়ালো সিলেট দেশের মাটিতে ব্যাট হাতে যত রান করলেন আশরাফুল শ্রীলংকার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আরব আমিরাত, দেখুন দুই দলের শক্তিশালী একাদশ বিশ্বকাপের মূল পর্বে ‘একটা জয়ই বদলে দেবে সবকিছু’ বাংলাদেশে কখনোই ১৩৫ স্ট্রাইকরেটের ব্যাটার ছিল না: মোসাদ্দেক ওয়েস্ট ইন্ডিজকে হারাতেই অবিশ্বাস্যভাবে যা বললেন স্কটল্যান্ড অধিনায়ক রিচি বেরিংটন

বুমরা ও শাহীন আফ্রিদির মাঝে কে বেশি সফল হবেন বিশ্বকাপে? উত্তর দিলেন পন্টিং

  • প্রাবলিশ করা হয়েছে : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৭৯ জন পড়েছে

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এইমুহূর্তে গোটা বিশ্ব অপেক্ষা করছে শাহীন শাহ আফ্রিদি এবং যশপ্রীত বুমরার প্র’ত্যাবর্তনের। কিন্তু চোট কাটিয়ে ফেরার পর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে কে বেশি ভালো পারফরম্যান্স করবেন?

এবার এই প্রশ্নের উত্তর দিয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং। সংক্ষিপ্ততম ফরম্যাটে দুজনের ঈর্ষণীয় রে’কর্ডের কথাও উল্লেখ করেছেন তিনি। ছোট ফরম্যাটে বুমরা ৫৮ ম্যাচে ৬৯টি উইকেট নিয়েছেন এবং শাহীন আফ্রিদি ৪০ ম্যাচে ৪৭ উইকেট পেয়েছেন।

দুই পেসারই নতুন বল উইকেট তোলার পাশাপাশি ডেথ ওভারেও রান আটকে রাখতে পারদর্শী। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলে ছিলেন, “দেখুন, এদের দুজনের মধ্যে থেকে কাউকে এগিয়ে রাখা খুবই কঠিন। কারণ

তারা গত কয়েক বছরে খেলার সমস্ত ফরম্যাটে নিজেদের প্রমাণ করেছেন। ” কিন্তু শেষ পর্যন্ত, পন্টিং অভিজ্ঞতার খাতিরে বুমরাকে কিছুটা এগিয়ে রাখতে চেয়েছেন। তিনি বলেছেন “শুধুমাত্র অভিজ্ঞতার জন্য আমি বুমরাকে কিছুটা এগিয়ে রাখবো। এবং অস্ট্রেলিয়ায় আগেও ভালো বোলিং করেছে, ও এখানে আফ্রিদির

চেয়ে বেশি খেলেছে এবং আফ্রিদির চেয়েও বেশি বড় টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা রয়েছে।” এরপর পন্টিং বিশ্বের সবচেয়ে ধারাবাহিক ওপেনিং ব্যাটার বাবর আজম এবং জস বাটলারের মধ্যেও তুলনা করেন। বাবর ৮০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ২৩১৮ রান করেছেন এবং বাটলার ৯৪টি ম্যাচে ১৫৬২ রান করেছেন। তা সত্ত্বেও

তিনি ক্ষুদ্রতম ফরম্যাটে বাবরের চেয়ে ইংল্যান্ড অধিনায়ককেই এগিয়ে রেখেছেন। তিনি বলেছেন যে নিঃসন্দেহে বাবর আজম টেকনিক্যালি বাটলারের চেয়ে অনেক দক্ষ ব্যাটার। কিন্তু যদি তাদের বিচার স্ট্রাইক-রেটের হি’সাব দিয়ে করা হয়, তাহলে সেখানে দুজনের মধ্যে কোনও তুলনাই হয় না। বাটলার এই ফরম্যাটে পাকিস্তান অধিনায়কের চেয়ে অনেক বেশি এগিয়ে।

দয়া করে নিউজটি শেয়ার করুন🙏

এই বিভাগের আরো খবর পড়ুন 👇
© All rights reserved © 2022
Site Customized By NewsTech.Com