অক্টোবরেই অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তার আগে বিশ্বকাপের প্রস্তুতির জন্য বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে একটি টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করেছে ক্রিকেট নিউজিল্যান্ড। ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে ইতিমধ্যেই দল ঘোষণা করেছে বাংলাদেশ। আসন্ন এই সিরিজের ফরম্যাট হবে ডাবল হেডার, অর্থাৎ প্রথম
পর্বে তিন দেশই একে অন্যের বিপক্ষে দুইবার করে খেলবে। এরপর সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুই দল মুখোমুখি হবে ফাইনালে। আগামী ৭ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ৮ টায় পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। এরপর ৯ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে
দুপুর ১২ টায়। তারপর দুই দিন বিরতির পর আবারও মাঠে নামবে বাংলাদেশ। ১২ অক্টোবরের ম্যাচে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ম্যাচটি শুরু হবে দুপুর ১২ টায়। এরপর ১৩ ও ১৪ অক্টোবর যথাক্রমে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে প্রথম পর্বের বাকি দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ফাইনাল
হবে ১৫ অক্টোবর। সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে। ত্রিদেশীয় সিরিজের পূর্ণাঙ্গ সূচি(বাংলাদেশ সময় অনুযায়ী) বাংলাদেশ-পাকিস্তান (৭ অক্টোবর, সকাল ৮ টা) নিউজিল্যান্ড-পাকিস্তান (৮
অক্টোবর, দুপুর ১২টা) নিউজিল্যান্ড-বাংলাদেশ (৯ অক্টোবর, দুপুর ১২টা) নিউজিল্যান্ড-পাকিস্তান (১১ অক্টোবর, সকাল ৮টা) নিউজিল্যান্ড-বাংলাদেশ (১২ অক্টোবর, সকাল ৮টা) বাংলাদেশ-পাকিস্তান (১৩ অক্টোবর, সকাল ৮টা