এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ম্যাচে খেলা ওপেনিং জুটি ভাঙেনি বাংলাদেশ। তবে সাব্বির রহমান এবং মেহেদী হাসান মিরাজের দ্বিতীয় উইকেট জুটি ভেঙে গেছে দ্বিতীয় ওভারেই। সাবির আলির বল পুল করে ছক্কায়
ওড়ানোর চেষ্টায় পারেননি সাব্বির (৩ বলে শূন্য)। ধরা পড়েন সীমানায়। এমনিতে ওপেনিংয়ে খেললেও লিটন দাস নেমেছেন তিনে। চোট কাটিয়ে ফেরার ম্যাচে শুরুটা দারুণ করেছিলেন লিটন দাস। কিন্তু বড় করতে পারেননি
এই টপ অর্ডার ব্যাটসম্যান। আয়ান আফজাল খানকে ছক্কার চেষ্টায় ফিরলেন ক্যাচ দিয়ে। ৮ বলে তিন চারে ১৩ রান করেন লিটন। ২.৫ ওভারে বাংলাদেশের রান ২ উ’ইকেটে ২৬। ক্রিজে মেহেদী হাসান মিরাজের
সঙ্গী আফিফ হোসেন। বাংলাদেশ একাদশ- নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মুস্তা’ফিজুর রহমান, সাব্বির রহমান, সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসুম আহমেদ, ইয়াসির আলী চৌধুরি ও শরিফুল ইসলাম।