আরব আমিরাতকে ৭ রানে হারায় সোহান-আফিফরা। আয়ারল্যান্ডকে একই ব্যবধানে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় সালমা-রুমানারা। লিজেন্ডসদের রোড সেফটি সিরিজের ম্যাচটি বৃষ্টির কারণে অমীমাংসিত থেকে যায়। দেশের ক্রীড়াপ্রেমীদের
অন্যরকম দারুণ এক রাত ছিল গতকাল।রোববার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টায় প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় বাংলাদেশ ও আরব আমিরাত। একইসময় রোড সেফটি সিরিজে ভারতীয় লিজেন্ডস দলের বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ লিজেন্ডস দল।
আর রাত ৯টায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ফাইনালে আয়ারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই তিন ম্যাচের একটিতেও হারেনি বাংলাদেশ। এদিকে, দুবাইয়ে আরব আমিরাতের বিপক্ষে টসে হেরে
প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান তুলে বাংলাদেশ। ৫৫ বলে ৭৭ রান করেন আফিফ হোসেন। জবাবে ১৫১ রানে থামে স্বাগতিকদের ইনিংস। এতে ৭ রানের জয় দিয়ে
দুই ম্যাচের টি-টোয়েন্টিতে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে সফরকারীরা। এছাড়া আমন্ত্রণমূলক টি-টোয়েন্টি টুর্নামেন্ট রোড সেফটি সিরিজ নিজেদের চতুর্থ ম্যাচে স্বাগতিক ভারতের লিজেন্ডসদের মুখোমুখি হয় বাংলাদেশের লিজেন্ডরা। দেরাদুনে টসে হেরে
ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১২১ রানের সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ। জবাবে ভারতীয়রা ও ওভারে এক উইকেট হারিয়ে ২৯ রান করতেই নামে বৃষ্টি। ফলে পরিত্যক্ত হয়ে যায় ম্যাচ।