আফিফ হোসেন ধ্রুবর অসাধারণ ব্যাটিং নৈপুণ্যেসংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাত্র ৭ রানের জয় পায় বাংলাদেশ। তাতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় টাইগাররা। ম্যাচসেরা হয়েছেন টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা ৫৫ বলে ৭৭ রানের
অপরাজিত ইনিংস খেলা আফিফ হোসেন। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এদিন টস হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। দ্রুত সাব্বিরের বিদায়ের পর ইনজুরি কাটিয়ে দলে ফেরা লিটন অবশ্য শুরু করেছিলেন বেশ ভালো,
তবে সেই ধারা টা ধরে রাখতে পারেননি তিনি বিদায় নেন ১৩ রান করে। টিকতে পারেননি ইয়াসির আলী, এমনকি মেহেদি মিরাজও। ব্যর্থতার মিছিলে যুক্ত হন সৈকত। ব্যাট হাতে তিনি সংগ্রহ
করেন ৩ রান। একের পর এক উইকেট বিদায় যখন শঙ্কা বাংলাদেশের শিবিরে, তখন ত্রাতা হয়ে আসেন আফিফ হোসেন ধ্রুব এবং নুরুল হাসান সোহান। এতদিন কেন আলোচনা হচ্ছিল আফিফকে আরো উপরে
খেলানোর সেটার প্রমাণ তিনি দিয়েছেন এই ম্যাচেই। তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় টি-টোয়েন্টি অর্ধশতক, যা সংক্ষিপ্ত এই ফরম্যাটে আফিফের ক্যারিয়ার সর্বোচ্চও। তাতে প্রাথমিক ধাক্কা সামলে নেয়ার
পর শেষ পর্যন্ত এই দুজন ব্যাটসম্যান এর কল্যাণে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৫৮ রান। আফিফ হোসেন সংগ্রহ করেন ৫৫ বলে ৭৭ এবং নুরুল হাসান সোহান অপরাজিত থাকেন ২৫ বলে ৩৫ রান
করে। লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য ওরা ম্যাচের রঙ বদলায় বেশ কয়েকবার। এগিয়ে গেলেও শেষ পর্যন্ত আর নতুন নাটকের জন্ম দেয়নি বাংলাদেশ। শ্বাসরুদ্ধকর ম্যাচে ৭ রানে জিতেছে টাইগাররা। তাতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়েছে বাংলাদেশ। জয়ের
নায়ক ছিলেন অর্ধশতক করা আফিফ হোসেন ধ্রুব। মাত্র ৫৫ বলে ৭৭ রানে অপরাজিত থাকার পাশাপাশি জিতে নেন ম্যাচ সেরার পুরস্কার। তাতে তাকে দেয়া হয় এক হাজার ডলার যা বাংলাদেশী মুদ্রায় এক লাখ টাকা!