শেষ ওভারে প্রতিপক্ষকে পাঁচের কম রান করতে না দিয়ে অনন্য রেকর্ড গড়ল পাকিস্তান । ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকেও শেষ ওভারে ৪ রান করতে দেয়নি বাবর আজমের
নেতৃত্বাধীন দলটি । রোববার করাচিতে নিশ্চিত হারা ম্যাচে দাপুটে জয় ছিনিয়ে নেয় পাকিস্তান । জয়ের জন্য শেষ ৩ ওভারে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৩৩ রান । মোহাম্মদ হাসনাইনের করা ১৮তম ওভারে একের পরে একটি বাউন্ডারি হাঁকিয়ে ২৪ টি রান করে দলের জয়
প্রায় নিশ্চিত করে ফেলেন লি’য়াম ডসন । জয়ের জন্য শেষ ১২ বলে প্রয়োজন ছিল মাত্র ৯ রান । হারিস রউফের করা ১৯তম ওভারের প্রথম বলে কোনো রান নেওয়ার সুযোগ পাননি ডসন । দ্বিতীয় বলে বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ আরও সহজ করে ফেলেন । শেষদিকে
১০ বলে প্রয়োজন মাত্র ৫ রান । কিন্তু পরের দুই বলে লিয়াম ডসন আর ওলি স্টনকে আউট করেন রউফ । ওই ওভারে তিনি ৫ রানে ২ উইকেট শিকার করেন । শেষ ওভারে জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল মাত্র ৪ রান । পাকিস্তানের
দরকার ছিল ১ উইকেট । ওভারের প্রথম বল ডট । দ্বিতীয় বলে রান নিতে গিয়ে শান মাসুদের দুর্দান্ত থ্রোতে ভেঙে যায় স্টাম্প । জয়ের উল্লাসে মাতে পাকিস্তান । এদিন
টস হেরে আগে ব্যাট করে ৪ উইকেটে ১৬৬ রান করে পাকিস্তান । জবাবে ব্যাটিংয়ে নেমে১৯.২ ওভারে ১৬৩ রানে অলআউট হয় ইংল্যান্ড । ৩ রানের জয়ে সাত ম্যাচের সিরিজে( ২- ২) সমতায় ফেরে পাকিস্তান ।