সংযুক্ত আরব আমিরাতে গিয়ে দারুণ ফর্মে রয়েছেন মেহেদী হাসান মিরাজ। ২-০ তে টি-টোয়েন্টি সিরিজ জয়ে তার অলরাউন্ডিং পারফরম্যান্সের অবদান অনেক। প্রথম ম্যাচে ১২ রানে আউট হয়ে গেলেও বল হাতে মাত্র ১৭ রান দিয়ে ৩
উইকেট শিকার করেন। মঙ্গলবার ওপেনিংয়ে খেললেন ক্যারিয়ারসেরা ইনিংসও। কিন্তু আক্ষেপ রয়েই গেল এ স্পিন-অলরাউন্ডারের। মাত্র ৪ রানের জন্য ক্যারিয়ারের প্রথম ফিফটিটা ছোঁয়া হলো না তার। সেজন্য
নিজেকে দায়ী করতে পারবেন না মিরাজ। কারণ, তিনি আউট হননি, আম্পায়ারের বাজে সিদ্ধান্তের বলি হয়ে ৪৬ রানে ফিরেছেন। ১৫তম ওভারের ৫ম বলে বাঁহাতি পেসার
সাবির আলির ডেলিভারিটি প্যাডে লাগে মিরাজের। এলবিডব্লিউর আবেদন তুলতেই সাড়া দেন আম্পায়ার। আঙুল তুলে দিলে ৩৭ বলে ৫ চারের সাহায্যে ৪৬ রান করে সাজঘরে
ফিরতে হয় মিরাজকে। কিন্তু টিভি রিপ্লেতে পরিষ্কার বোঝা যায়, বল পিচ করেছিল লেগ স্টাম্পের বেশ বাইরে। যে কারণে সুযোগ এসেও হাতছাড়া হলো। টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরিটি পাওয়া হলো না তার।