পাকিস্তানের তারকা ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানের সবশেষ পাঁচ ইনিংস ৬৮, ৮৮*, ৮, ৮৮ এবং কাল ৬৩। ইংল্যান্ডের বিপক্ষে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে পাকিস্তান। কাল
পঞ্চম ম্যাচে পাকিস্তানের ৬ রানের জয়ে ৪৬ বলে ৬৩ রানের ইনিংস খেলেন রিজওয়ান। এর মধ্য দিয়ে দারুণ একটি রেকর্ডও গড়লেন পাকিস্তানি ওপেনার। ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজে
এ পর্যন্ত ৫ ম্যাচে মোট ৩১৫ রান করলেন রিজওয়ান। টি-টোয়েন্টিতে দ্বিপক্ষীয় সিরিজে এটাই কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রান। প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি সিরিজে তিন শতাধিক রানও
করলেন রিজওয়ান। এই রেকর্ডটি ছিল সার্বিয়ার লেসলি ডানবার। এ বছরই বুলগেরিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৪ ম্যাচে ২৮৪ রান করেছিলেন ডানবার। গত জুনে বুলগেরিয়ার মাঠে এই রেকর্ড গড়েন তিনি। তার আগে
এই রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি ককের দখলে। ৫ ইনিংসে ২৫৫ রান করেছিলেন ডি কক। পাকিস্তান-ইংল্যান্ড সিরিজে যেহেতু এখনো দুই ম্যাচ বাকি আছে, রিজওয়ান নিজের এই রেকর্ড কতটা উচ্চতায় তুলতে
পারেন, সেটাই দেখার বিষয়। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচে কাল নিজের চতুর্থ ফিফটি তুলে নেন রিজওয়ান। আর সেপ্টেম্বর মাসে এটি তার সপ্তম ফিফটি। ইংল্যান্ড সিরিজের আগে এশিয়া কাপে ৫ ম্যাচে
পেয়েছিলেন ৩ ফিফটি। সব মিলিয়ে চলতি মাসে খেলা ১০ টি-টোয়েন্টিতে তার মোট রান ৫৫৩, যা ৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে করা ২২৫৮ রানের ২৪.৪৯ শতাংশ!