আরমান হোসেনঃ টি-২০ যুগের শুরু থেকেই বাংলাদেশ দলে একজন পাওয়ার হিটারের খুব অভাব ছিলো। বলতে গেলে তেমন কোনো বড় শট খেলার মতো ব্যাটারই খুজে পায়নি বাংলাদেশ। অথবা পেলেও তা কাজে লাগাতে পারনি তারা। তবে ছোট এই
ফরম্যাটে পাওয়ার হিটার যে খুব দরকার। অন্য সব দলেই এমন ৪-৫ থাকলেও আমাদের দলে একজনও খুজে পাওয়া যায় না। চলতি বছরের কথাই ধরুন না এবছর টাইগারদের মধ্যে সবচেয়ে বেশি ছয় মেরেছেন আফিফ হোসেন। ১২
ইনিংসে তার ছক্কা দশটি।প্রতি ইনিংসে তিনি ১ টি ছয়ও মারতে পারেন নি। নুরুল হাসান ৬ ইনিংসে ৯ টি ছয় মেরে তালিকায় আছেন ২ নম্বরে। লিটন কুমার দাস রান করলেও ছয়ের হিসেবে পিছিয়ে আছেন। তিনিও ১০ ইনিংসে ছয় মারতে পেরেছেন ৭
টি। চারে থাকা সাকিব আল হাসান ছয় মেরছেন ৫ টি। সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ প্রতি ২ ইনিংসে ১ টি ছয় মারতে পেরেছেন। তাই তো ৮ ইনিংস চার টি ছয় আর বাজে ফর্মের কারনে দল থেকেই বাদ পরেগেলেন। অথচ
পাপুয়া নিউগিনি আরব আমিরাত অথবা অস্ট্রিয়ার মতো ছোট দেশের ব্যাটসম্যানরাও বাংলাদেশের খেলোয়ারদের তুলনায় বেশি ছক্কা মারতে পারে। চলতি বছরে ছয়ের হিসেবে তালিকার ৭৫ নম্বরেও নেই কোনো বাংলাদেশী ব্যাটার। এবছরের
এই সকল পরিসংখ্যান থেকেই বুঝা যায় বাংলাদেশ কেনো টি২০ তে ভালো করতে পারছেনা। অচিরেই কিছু পাওয়ার হিটার খুজে বের করা এখন বিসিবির মুল লক্ষ হওয়া উচিত।