1. Mijankhan298@gmail.com : Mijankhan :
  2. Bijoyerbangla@gmail.com : সময় সংবাদ : সময় সংবাদ
হতাশ কোহলি! দুর্দান্ত ব্যাটিংয়ে বিরাট রেকর্ড ছুঁয়ে ফেললেন পাক অধিনায়ক বাবর আজম! - সময়য়ের সেরা খবর!
সদ্যপ্রাপ্ত:
আপন ভাইয়ের শাস্তি চেয়ে করে ফেসবুকে ক্রিকেটার এনামুলের স্ট্যাটাস কিন্তু কেন! কোহলির কৌশলকে উড়িয়ে দিয়ে আউট করলেন তাসকিন! জিম্বাবুয়েকে হারিয়ে সুপার টুয়েলভের জায়গা টিকিয়ে রাখল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ব্যর্থতার মাঝে ঘুরপাক খাওয়া টাইগারদের নিয়ে অবিশ্বাস্য বার্তা মাশরাফির মাশরাফিকে আইকন করে আমিরসহ এই ৩ বিদেশি ভয়ংকর ক্রিকেটারকে দলে ভেড়ালো সিলেট দেশের মাটিতে ব্যাট হাতে যত রান করলেন আশরাফুল শ্রীলংকার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আরব আমিরাত, দেখুন দুই দলের শক্তিশালী একাদশ বিশ্বকাপের মূল পর্বে ‘একটা জয়ই বদলে দেবে সবকিছু’ বাংলাদেশে কখনোই ১৩৫ স্ট্রাইকরেটের ব্যাটার ছিল না: মোসাদ্দেক ওয়েস্ট ইন্ডিজকে হারাতেই অবিশ্বাস্যভাবে যা বললেন স্কটল্যান্ড অধিনায়ক রিচি বেরিংটন

হতাশ কোহলি! দুর্দান্ত ব্যাটিংয়ে বিরাট রেকর্ড ছুঁয়ে ফেললেন পাক অধিনায়ক বাবর আজম!

  • প্রাবলিশ করা হয়েছে : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ৫৭৬ জন পড়েছে

বাবর আজম ও বিরাট কোহলি বর্তমানে বিশ্বের সেরা দুই ক্রিকেটারদের একজন। ক্রিকেটের দুই মহাশক্তি, ভারত এবং পাকিস্তানের এই প্রজন্মের সেরা তারকা তারা। দুই দেশের মানুষই ক্রিকেটকে আন্তরিকভাবে অনুসরণ করে থাকে। তাই সে তাদের ওপর প্র’ত্যাশার চাপও বা’কিদের থেকে অনেক বেশি থাকে সব স’ময়ই।

যদিও কো’হলি অনেক আগেই আন্তর্জাতিক মঞ্চে প্রবেশ করে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন, কিন্তু বাবর এইমুহূর্তে নি’জের কেরিয়ারে দ্রুতগতিতে সাফল্যের সিঁড়ি বেয়ে উঠে চ’লেছেন ও তিনি ই’তিমধ্যেই কোহলির বেশ কয়েকটি রেকর্ড ভেঙেছেন। আজ ইং’ল্যান্ডের

বিরুদ্ধে ষষ্ঠ টি-টোয়েন্টি ম্যাচে বিরাটের আরও একটি রেকর্ড ছুঁয়ে ফেললেন পাক অধিনায়ক। এর আগে ২০২১ সালে ইং’ল্যান্ডের ভারত সফরের সময় কোহলি গোটা বিশ্বের মধ্যে দ্রুততম ব্যাটার হিসাবে ৩০০০ টি-টোয়েন্টি রান সম্পূর্ণ করেছিলেন। তিনি ৮১ ইনিংসে এই চিহ্নে পৌঁছেছিলেন। ইংল্যান্ডের বিপক্ষে ষষ্ঠ টি-টোয়েন্টি

ম্যাচে বাবরের সামনে সেই রেকর্ড ছুঁয়ে ফেলার সুযোগ ছিল এবং তিনি ঠিক সেটাই করেছেন। আজকের ম্যাচের আগে অবধি ২৭ বছর বয়সী বাবর পাকিস্তানের হয়ে ৮০টি ইনিংস খেলে ২,৯৪৮ রান করছেন। কো’হলিকে ছুঁতে চাইলে নিজেদের ঘরের মাটিতে আয়োজিত

ইংল্যান্ডের বিরুদ্ধে ৭ ম্যাচের সিরিজের আজকের ষষ্ঠ ম্যাচটিতে বাবরকে ৫২ রান করতে হতো। প্রতিবেদনটি লেখার সময় তিনি ৫২ বলে ৭০ রান করে অপরাজিত ছিলেন এবং পাকিস্তানের ইনিংসের দুই ওভার তখনও বাকি ছিল। এশিয়া কাপে তার পারফরম্যান্সে পতন দেখা গেলেও এই সিরিজে মোটের ওপর ভালোই

ফর্মে রয়েছেন তিনি। তাই তার এই কাজটা অসম্ভব নাও হতে পারে। বিরাট কোহলি উল্টোদিকে এইমুহূর্তে মিশ্র ফর্মের মধ্য দিয়ে যাচ্ছেন। কিছু ভালো ইনিংস তিনি খেলছেন

ঠিকই কিন্তু ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ হচ্ছেন। ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের সাফল্য পেতে চাইলে বিরাট কোহলির ধারাবাহিকতা থাকাটা অত্যন্ত দরকার এইমুহূর্তে অন্তত পাওয়া যাচ্ছে না।

দয়া করে নিউজটি শেয়ার করুন🙏

এই বিভাগের আরো খবর পড়ুন 👇
© All rights reserved © 2022
Site Customized By NewsTech.Com