ত্রিদেশীয় টি টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেখানে আজ বিশ্রাম নিয়ে আগামীকাল অনুশীলন শুরু করবে টাইগাররা। আগামী ৭ অক্টোবর
থেকে শুরু হবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট। নিউজিল্যান্ড ছাড়াও এই টুর্নামেন্টের খেলবে বাংলাদেশ এবং পাকিস্তান। যেখানে প্রথম ম্যাচে ৭ অক্টোবর পাকিস্তানের মুখোমুখি
হবে বাংলাদেশ। প্রতিটি দল একে অপরের সাথে দুইবার মোকাবেলা করবে এরপর ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নিউজিল্যান্ড থেকে সরাসরি অস্ট্রেলিয়া যাবে টাইগাররা।
ত্রিদেশীয় সিরিজের পূর্ণাঙ্গ সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী)
বাংলাদেশ-পাকিস্তান (৭ অক্টোবর, সকাল ৮টা)
নিউজিল্যান্ড-পাকিস্তান (৮ অক্টোবর, দুপুর ১২টা)
নিউজিল্যান্ড-বাংলাদেশ (৯ অক্টোবর, দুপুর ১২টা)
নিউজিল্যান্ড-পাকিস্তান (১১ অক্টোবর, সকাল ৮টা)
নিউজিল্যান্ড-বাংলাদেশ (১২ অক্টোবর, সকাল ৮টা)
বাংলাদেশ-পাকিস্তান (১৩ অক্টোবর, সকাল ৮টা)
ফাইনাল (১৪ অক্টোবর, সকাল ৮টা)
ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশ :সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস, ইয়াসির আলি চৌধুরী রাব্বি,
কাজী নুরুল হাসান সোহান (সহ অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত ও নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, সৌম্য সরকার।