খুনে ব্যাটিংয়ে সেঞ্চুরি উপহার দিলেন মিলার। তাদের রেকর্ড গড়া জুটির পরও এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল ভারত। গুয়াহাটিতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে রোহিতদের জয় ১৬ রানে। এই জয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে
প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জিতল স্বাগতিকরা।আগে ব্যাট করে ৩ উইকেটে ২৩৭ রান করে ভারত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টিতে যা তাদের সর্বোচ্চ। আগের সেরা ছিল গত জুনে করা ২১১ রান। লোকেশ রাহুল
খেলেন ৪ ছক্কা ও ৫ চারে ২৮ বলে ৫৭ রানের বিধ্বংসী ইনিংস। তাণ্ডব চালিয়ে পাঁচটি করে ছক্কা-চারে ২২ বলে ৬১ রান করেন সূর্যকুমার যাদব। কার্যকর দুটি ইনিংস খেলেন রোহিত শর্মা ও
বিরাট কোহলি। পাহাড়সম রান তাড়ায় বাজে শুরুর পর ডি কক ও মিলারের ব্যাটে ৩ উইকেটে ২২১ রান করে দক্ষিণ আফ্রিকা। ৭ ছক্কা ও ৮ চারে ৪৭ বলে ১০৬ রানের চোখধাঁধানো ইনিংস খেলেন মিলার। ডি ককের ব্যাট
থেকে আসে ৪ ছক্কা ও ৩ চারে ৪৮ বলে ৬৯। চতুর্থ উইকেটে দুইজনে গড়েন ৮৪ বল স্থায়ী ১৭৪ রানের অবিচ্ছিন্ন জুটি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যা এই উইকেটে জুটির রেকর্ড। আগের সেরা ছিল জিব্রাল্টার বিপক্ষে গত
বছর করা মাল্টার বিক্রম অরোরা ও বরুন থামোথারামের অবিচ্ছিন্ন ১৬৬ রানের জুটি। আগামী মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।