টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে নিউজিল্যান্ড-পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। বাংলাদেশ ও পাকিস্তান ম্যাচের মধ্য দিয়ে আগামী ৭ অক্টোবর পর্দা উঠবে এই সিরিজের। বাংলাদেশ সময়
সকাল ৮ টায় শুরু হবে ম্যাচটি। ৯ অক্টোবর আবারও মাঠে নামবে টাইগাররা, সেবার প্রতিপক্ষ হবে নিউজিল্যান্ড। ঐ ম্যাচটি মাঠে গড়াবে দুপুর ১২ টায়। এরপর আবারও ১২ অক্টোবর কিউই পেসারদের সামনে পরীক্ষা দিতে হবে বাংলাদেশি
ব্যাটারদের। ম্যাচটি শুরু হবে একই সময়ে। এর পরের দিন গ্রুপপর্বের শেষ ম্যাচে সকাল আটটায় স্বাগতিকদের মুখোমুখি হবে টাইগাররা। সূচি অনুযায়ী, সিরিজে প্রতিটা দল একে অপরের বিপক্ষে দুইবার
করে মাঠে নামবে। অর্থাৎ একটি দল ফাইনালে ওঠার জন্য চারটি ম্যাচ খেলার সুযোগ পাবে। গ্রুপপর্ব শেষে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দুই দল ১৪ অক্টোবর ফাইনালে মুখোমুখি হবে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ক্রাইস্টাচার্চে।
বাংলাদেশ অনুযায়ী ত্রিদেশীয় সিরিজের সময়সূচি
বাংলাদেশ বনাম পাকিস্তান (৭ অক্টোবর, সকাল ৮টা)
নিউজিল্যান্ড-পাকিস্তান (৮ অক্টোবর, দুপুর ১২টা)
নিউজিল্যান্ড-বাংলাদেশ (৯ অক্টোবর, দুপুর ১২টা)
নিউজিল্যান্ড-পাকিস্তান (১১ অক্টোবর, সকাল ৮টা)
নিউজিল্যান্ড-বাংলাদেশ (১২ অক্টোবর, সকাল ৮টা)
বাংলাদেশ-পাকিস্তান (১৩ অক্টোবর, সকাল ৮টা)
ফাইনাল (১৪ অক্টোবর, সকাল ৮টা)