1. Mijankhan298@gmail.com : Mijankhan :
  2. Bijoyerbangla@gmail.com : সময় সংবাদ : সময় সংবাদ
‘এতদিন পর ইংল্যান্ড এল, তাদেরকে কীভাবে খালি হাতে ফেরাই’ - সময়য়ের সেরা খবর!
সদ্যপ্রাপ্ত:
আপন ভাইয়ের শাস্তি চেয়ে করে ফেসবুকে ক্রিকেটার এনামুলের স্ট্যাটাস কিন্তু কেন! কোহলির কৌশলকে উড়িয়ে দিয়ে আউট করলেন তাসকিন! জিম্বাবুয়েকে হারিয়ে সুপার টুয়েলভের জায়গা টিকিয়ে রাখল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ব্যর্থতার মাঝে ঘুরপাক খাওয়া টাইগারদের নিয়ে অবিশ্বাস্য বার্তা মাশরাফির মাশরাফিকে আইকন করে আমিরসহ এই ৩ বিদেশি ভয়ংকর ক্রিকেটারকে দলে ভেড়ালো সিলেট দেশের মাটিতে ব্যাট হাতে যত রান করলেন আশরাফুল শ্রীলংকার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আরব আমিরাত, দেখুন দুই দলের শক্তিশালী একাদশ বিশ্বকাপের মূল পর্বে ‘একটা জয়ই বদলে দেবে সবকিছু’ বাংলাদেশে কখনোই ১৩৫ স্ট্রাইকরেটের ব্যাটার ছিল না: মোসাদ্দেক ওয়েস্ট ইন্ডিজকে হারাতেই অবিশ্বাস্যভাবে যা বললেন স্কটল্যান্ড অধিনায়ক রিচি বেরিংটন

‘এতদিন পর ইংল্যান্ড এল, তাদেরকে কীভাবে খালি হাতে ফেরাই’

  • প্রাবলিশ করা হয়েছে : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ৬৬৯ জন পড়েছে

সাত ম্যাচ সিরিজ ৪-৩ ব্যবধানে জিতেছে ইংল্যান্ড। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা বলছেন, এত দিন পর খেলতে আসা ইংল্যান্ডকে কীভাবে খালি হাতে ফেরায় পাকিস্তান। সিরিজ জয়ের ট্রফিটাও ইংল্যান্ডের কাছে সে

কারণেই। সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে পাকিস্তানকে ৬৭ রানে হারিয়েছে মঈন আলীর দল। গত বছর বিশ্বকাপের আগে পাকিস্তান সফরে যাওয়ার কথা থাকলেও নিরাপত্তার কারণে যায়নি ইংল্যান্ড। সে সময় নিজের হতাশা উগরে দিয়েছিলেন রমিজ।

এবার অবশ্য সফরকারীদের আলাদা করে ধন্যবাদই জানালেন রমিজ। গতকাল লাহোরে শেষ টি-টোয়েন্টির পর তিনি বলেন, ‘ইংল্যান্ডকে আতিথেয়তা দেওয়াটা সম্মানের ব্যাপার। ১৭ বছর পর তারা এসেছে, তাদের ট্রফি বঞ্চিত করা ঠিক হতো না।

আমরা তাদের খালি হাতে ফিরতে দেব না।’তবে এরপরই রমিজ বলেছেন, যোগ্য দল হিসেবেই সিরিজ জিতেছে ইংল্যান্ড, ‘তবে সত্যি বলতে কী, তারাই দুই দলের মধ্যে বেশি ভালো খেলেছে। ধারাবাহিকভাবে উত্তেজনাকর একটা সিরিজ ছিল শেষ দুই ম্যাচের আগে। সেখানে পাকিস্তান পাত্তা

পায়নি। পাকিস্তানের অনেক কিছু শেখার আছে, তবে আপাতত বিশ্বকাপের জন্য শুভকামনা। আমি চাই সমর্থকেরা এই পাকিস্তান দলের পাশে থাকুক।’আগামী ডিসেম্বরেই

আবার পাকিস্তান সফরে যাবে ইংল্যান্ড। সেটি অবশ্য টেস্ট সিরিজের জন্য। সেটির আমন্ত্রণও জানিয়ে রেখেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ, ‘আবারও

ইংল্যান্ডকে ধন্যবাদ। আমাদের জন্য এটি সম্মানের ব্যাপার ছিল। টেস্ট সিরিজে আবারও দেখা হবে, আপনাদের ভ্রমণ নিরাপদ হোক।’এদিকে পাকিস্তানের আতিথেয়তা মুগ্ধ করেছে

ইংল্যান্ড ক্রিকেটারদের। গতকাল সিরিজ শেষ হওয়ার পর দেশটিকে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন তারা। জস বাটলারের চোটে দলকে নেতৃত্ব দেওয়া মঈন আলী বলেছেন,

‘১৭ বছর পর আবার ফিরে ক্রিকেট খেলাটা অসাধারণ এক অভিজ্ঞতা। এমনকি ক্রিকেট শুরু হওয়ার আগে থেকেই আমাদের জন্য ব্যাপারটি দারুণ ছিল। আবারও এখানে ক্রিকেট খেলতে পেরে নিজেদের সৌভাগ্যবান মনে হচ্ছে।’

আলাদা করে পাকিস্তানের আতিথেয়তার কথাও বলেছেন মঈন, ‘বিশ্বের মধ্যে অন্যতম সেরা আতিথেয়তা এখানে। এখানকার মানুষ দারুণ যত্ন নিয়েছে আমাদের, অনেক ভালো তারা। আমাদের খুব ভালো খেয়াল রাখা হয়েছে। এত দিন পর এসে সত্যিই উপভোগ করেছি। অসাধারণ ছিল (এ অভিজ্ঞতা)।’

দয়া করে নিউজটি শেয়ার করুন🙏

এই বিভাগের আরো খবর পড়ুন 👇
© All rights reserved © 2022
Site Customized By NewsTech.Com