ক্রাইস্টচার্চের গোছানো শহরের অলিগলি ঘুরে বেড়ালেন ক্রিকেটাররা। ফেসবুকে যে যার মতো ছবি পোস্ট করে ভ্রমণ-ক্লান্তি কেটে যাওয়ার বার্তাও দিলেন তাসকিনরা। বালুকাবেলায় দল
বেঁধে হাঁটার ভিডিও তো অফিসিয়ালভাবেই প্রকাশ করা হলো দল থেকে। নিউজিল্যান্ডের ভূস্বর্গে বিশ্বকাপ দলের ক্রিকেটারদের ভালো সময় যাচ্ছে বলে জানান মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম। দুই দিনের বিশ্রামের পর আজ থেকে ক্রিকেটীয় কার্যক্রম
শুরু হচ্ছে সোহানদের। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রথম অনুশীলন। যদিও অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়াই মাঠে যেতে হচ্ছে ক্রিকেটারদের। আজ ক্রাইস্টচার্চে পৌঁছাবেন অধিনায়ক। কাল দলের সঙ্গে মাঠে যেতেও পারেন তিনি।