বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল মৌসুমের প্রথম দ্বিপক্ষীয় সিরিজ খেলতে পাকিস্তান যাবে ১ নভেম্বর। যুবারা স্বাগতিক পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে একটি চার দিনের ও পাঁচটি একদিনের
ম্যাচ খেলবে সফরে। ৪ থেকে ৭ নভেম্বর হবে চার দিনের ম্যাচটি। ১০, ১২, ১৪, ১৬ ও ১৮ নভেম্বর হবে ওয়ানডে ম্যাচ। ফয়সালাবাদ স্টেডিয়ামে হবে সিরিজের সব খেলা। এই সিরিজ দিয়ে
ক্রিকেটারদের পরখ করার সুযোগ পাচ্ছেন কোচ স্টুয়ার্ট ল। বাংলাদেশের চাকরি নেওয়ার পর যুবাদের নিয়ে টানা কাজ করছেন তিনি। এই ক’দিনে দল হিসেবে কতটা প্রস্তুত হতে পেরেছে, সে পরীক্ষা হয়ে যাবে পাকিস্তানের বিপক্ষে।