1. Mijankhan298@gmail.com : Mijankhan :
  2. Bijoyerbangla@gmail.com : সময় সংবাদ : সময় সংবাদ
লিটনের ব্যাটিং পজিশন ঠিক করে দিলেন সিডন্স - সময়য়ের সেরা খবর!
সদ্যপ্রাপ্ত:
আপন ভাইয়ের শাস্তি চেয়ে করে ফেসবুকে ক্রিকেটার এনামুলের স্ট্যাটাস কিন্তু কেন! কোহলির কৌশলকে উড়িয়ে দিয়ে আউট করলেন তাসকিন! জিম্বাবুয়েকে হারিয়ে সুপার টুয়েলভের জায়গা টিকিয়ে রাখল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ব্যর্থতার মাঝে ঘুরপাক খাওয়া টাইগারদের নিয়ে অবিশ্বাস্য বার্তা মাশরাফির মাশরাফিকে আইকন করে আমিরসহ এই ৩ বিদেশি ভয়ংকর ক্রিকেটারকে দলে ভেড়ালো সিলেট দেশের মাটিতে ব্যাট হাতে যত রান করলেন আশরাফুল শ্রীলংকার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আরব আমিরাত, দেখুন দুই দলের শক্তিশালী একাদশ বিশ্বকাপের মূল পর্বে ‘একটা জয়ই বদলে দেবে সবকিছু’ বাংলাদেশে কখনোই ১৩৫ স্ট্রাইকরেটের ব্যাটার ছিল না: মোসাদ্দেক ওয়েস্ট ইন্ডিজকে হারাতেই অবিশ্বাস্যভাবে যা বললেন স্কটল্যান্ড অধিনায়ক রিচি বেরিংটন

লিটনের ব্যাটিং পজিশন ঠিক করে দিলেন সিডন্স

  • প্রাবলিশ করা হয়েছে : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ৬৮৭ জন পড়েছে

ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন রয়েছে নিউজিল্যান্ডে। গতকাল সোমবার বিসিবির ভিডিওতে দেখা যায় বাংলাদেশ দলকে ক্রাইস্টচার্চে বেশ ফুরফুরে মেজাজে ঘুরে বেড়াতে। একদিন পর

আজ মঙ্গলবার মাঠের অনুশীলনে নেমে পড়েছে নুরুল হাসান সোহানরা। দলের প্রথম দিনের অনুশীলন শেষে কথা বলেন টাইগারদের ব্যাটিং কনসালট্যান্ট জেমি সিডন্স। তিনি জানিয়ে দিলেন লিটন কোন পজিশনে খেলবেন!

এমনিতে টি-টোয়েন্টি ক্রিকেটে লিটন দাসকে ওপেনিংয়ের জন্য ভাবছে না বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে শেষ তিন ম্যাচে দলের ওপেনিং পজিশনের দায়িত্ব সামলেছেন মেহেদী

হাসান মিরাজ আর সাব্বির রহমান। যদিও ব্যাট হাতে ব্যর্থই হয়েছেন সাব্বির। তবুও এই দুই ওপেনার তামিম ইকবাল এবং লিটস দাসের থেকেও ভিন্ন বলে মানছেন টাইগারদের ব্যাটিং

পরামর্শক। এ নিয়ে সিডন্স বলেন, ‘সাব্বির ও মিরাজের ওপেনিং তামিম ও লিটনের থেকে বেশ ভিন্ন। লিটন এখানে আছে তিন বা চারে খেলবে। আমাদের এখনো কিছু সিনিয়র খেলোয়াড় আছে কিন্তু তরুণরা খুব উদীপ্ত।’

বর্তমান বাংলাদেশ দলের টি-টোয়েন্টি স্কোয়াডে তরুণের ছড়াছড়ি। অভিজ্ঞ ক্রিকেটার দলে নেই আবার কয়েকজন নিয়েছেন অবসর। সে ক্ষেত্রে সিডন্সের মতে তরুণ দল নিয়ে বেশ

রোমাঞ্চিত তারা। এ নিয়ে সিডন্স বলেন, ‘আমরা দুবাই থেকে এসেছি। সেখানে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ খেলেছি, সপ্তাহ খানেক দারুণ অনুশীলন সুবিধা পেয়েছি সেখানে। আমাদের দলটা

খুব তরুণ। কিছু সিনিয়র খেলোয়াড় অবসর নিয়েছে বা দলে নেই। তরুণ দল হিসেবে তারা রোমাঞ্চিত। তাদের জন্য এটা শেখার মঞ্চ। দেখা যাক খুব ভালো দুটি দলের বিপক্ষে কেমন খেলি।’এই মুহুর্তে

বাংলাদেশ দল নিউজিল্যান্ডে অবস্থান করছে, সেখানে এখন ঠান্ডা আবহাওয়া বিরাজ করছে। যা আসন্ন অস্ট্রেলিয়া বিশ্বকাপে টাইগারদের মানিয়ে নিতে সহজ হবে বলে মনে করেন সিডন্স। কেননা, এখানকার আবহাওয়ার সঙ্গে অস্ট্রেলিয়ার

মিল রয়েছে। সিডন্স বলছিলেন, ‘আমরা ৪০ ডিগ্রি তাপমাত্রা থেকে খুব ভালো ঠান্ডা আবহাওয়ায় এসেছি। কন্ডিশন একই থাকবে অস্ট্রেলিয়ার। এখানকার উইকেট, ইনডোর খুবই ভালো। এজন্য আমরা এখানে এসেছি। প্রাক মৌসুমের অস্ট্রেলিয়ার সঙ্গে এখানকার খুব মিল আছে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন🙏

এই বিভাগের আরো খবর পড়ুন 👇
© All rights reserved © 2022
Site Customized By NewsTech.Com