ওপেনিংয়ে থাকছেন সাব্বির-মিরাজ, লিটনের পজিসন তিন অথবা চারে। এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচ থেকেই মাঠে নামানো হয়েছে মেহেদী মিরাজ-সাব্বির রহমান জুটিকে। ব্যাট হাতে ব্যক্তিগতভাবে মিরাজ সফল হলেও জুটি হিসেবে ব্যর্থ
মিরাজ-সাব্বির। তিন ম্যাচে সাব্বির করতে পেরেছেন মাত্র ১৭ রান। মানে এশিয়া কাপের ম্যাচে ৫, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষের প্রথম ম্যাচে ০ আর দ্বিতীয় ম্যাচে ১২। তারপরও ত্রিদেশীয় সিরিজে ওপেনিংয়ে মিরাজের সঙ্গী হিসেবে সাব্বিরকেই
রাখা হচ্ছে বলেই ইঙ্গিতে জানিয়েছেন সিডন্স। তিনি বলেন, ‘সাব্বির, মিরাজ ওপেন করছে, (এ জুটি) তামিম-লিটনের জুটির চেয়ে আলাদা। লিটন তিন-চারে আছে এখনো।
কয়েকজন সিনিয়র আছে এখনো, তবে তরুণ দলটা বেশ উজ্জীবিত, উচ্ছ্বসিত। আমরা এটিই চাই। আগামী ৭ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজের মিশন শুরু টাইগারদের।
পাকিস্তানের মতো দলের বিপক্ষে খেলাকেও দারুণ সুযোগ হিসেবেই দেখছেন ব্যাটিং কোচ, ‘এর চেয়ে ভালো প্রস্তুতি হতে পারে না। নিউজিল্যান্ড তো গতবারের ফাইনাল খেলা দল।
পাকিস্তানও দারুণ একটা দল টি-টোয়েন্টিতে। তাদের যদি চ্যালেঞ্জ জানাতে পারি, তাহলের বিশ্বকাপের জন্য প্রস্তুত হওয়ার পথে ভালোভাবেই এগোব আমরা।’