বিসিবির ঝুলিতে যতগুলি ওপেনার ব্যাটসম্যান ছিল তাদের সকলকে দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে খেলিয়ে দেখেছে টিম ম্যানেজমেন্ট। কিন্তু কোন ব্যাটসম্যানই ওপেনিংয়ে স্থায়ী হতে পারেনি। তাইতো বাধ্য হয়ে অলরাউন্ডার
মেহেদী হাসান মিরাজ ওপেনিংয়ে নিয়ে আসে টিম মানেজমেন্ট যেখানে নিয়মিত ওপেনাররা ব্যর্থ হচ্ছে সেখানে ব্যাট হাতে ভালই করছেন মেহেদী হাসান মিরাজ।এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবার ওপেনিংয়ে
নামেন মিরাজ। প্রথম ম্যাচেই ২৬ বলে ৩৮ রান আসে তার ব্যাট থেকে। এরপর দুবাইয়ে দুই টি-টোয়েন্টিতে একটিতে ১২ এবং অপরটিতে ৪৬ রানে ঝকঝকে ইনিংস খেলেন।টি-টোয়েন্টিতে বাংলাদেশের ওপেনারদের কাছে প্রত্যাশাই থাকে পাওয়ার প্লের সদ্ব্যবহার। অন্তত
কোনও উইকেট না হারিয়ে ৪০-৫০ রান। মিরাজ সেই চাহিদা পূরণ করতে পারায় তাকে ধারাবাহিক সুযোগ দেয়ার পক্ষে টিম ম্যানেজমেন্টও। নিউ জিল্যান্ডে সেভাবেই চলেছে প্রস্তুতি।ওপেনিংয়ে নিজের সময়টা উপভোগ করছেন বলেই দাবি
করছেন মেহেদী হাসান মিরাজ। বিসিবির পাঠানো ভিডিও বার্তায় মিরাজ বলেন, “যেহেতু আমি ওপেনিংয়ে একটা সুযোগ পেয়েছি, চেষ্টা করছি ভালো ক্রিকেট খেলার জন্য এবং আমি উপভোগ করছি।“সবাই আমাকে সাপোর্ট করছে,
এই জিনিসটা ভালো লাগছে। অনুশীলন যখনই করছি, আমাকে সবাই সাপোর্ট করছে এবং আমার ওপর সবাই অনেক বিশ্বাস রাখছে। আমি নিজেও অনেক আত্মবিশ্বাসী। এখন শুধু মাঠে ভালো ক্রিকেট খেলার অপেক্ষায়।”