আগামীকাল শুক্রবার, ৭ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ৮টায় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ দল। সিরিজের বাকী দল স্বাগতিক নিউজিল্যান্ড। এই সিরিজের খেলাগুলো সরাসরি দেখাবে
বাংলাদেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি- স্পোর্টস। এদিকে সাকিব আল হাসানের নিউজিল্যান্ডে পৌঁছানোর কথা বৃহস্পতিবার রাতে আর বাংলাদেশ ম্যাচ শুক্রবার। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই বাংলাদেশের
নিয়মিত অধিনায়ক সাকিব ফিরবেন। এদিকে ওপেনিংয়ে মিরাজ ও সাব্বির আরো একটা সুযোগ পাবেন! ব্যাটিং কোচ জেমি সিডন্সের কথা মতে ওয়ান ডাউনে খেলবেন লিটন আর টু ডাউনে সাকিব। তারপর
থাকবেন আফিফ হোসেন। আফিফের পর ইয়াসির আলি রাব্বি। তারপর ছয় ও সাত নম্বর পজিশনে মোসাদ্দেক ও নুরুল হাসান সোহান। সাকিব ফেরায় জায়গা হারাবেন নাসুম আহমেদ। আর তিন পেসারদের মধ্যে বাদ পড়তে পারে সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম।
এক নজরে বাংলাদেশের সম্ভাব্য একাদশ-
১। মেহেদী মিরাজ
২। সাব্বির রহমান
৩। লিটন দাস
৪। সাকিব আল হাসান (অধিনায়ক)
৫। আফিফ হোসেন
৬। ইয়াসির আলি রাব্বি
৭। মোসাদ্দেক হোসেন
৮। নুরুল হাসান সোহান
৯। মোস্তাফিজুর রহমান
১০। তাসকিন আহমেদ
১১। হাসান মাহমুদ