টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শুরু হয় ২০০৭ সালে, দক্ষিণ আফ্রিকায়। সময়ের পরিক্রমায় অস্ট্রেলিয়ায় বসতে যাচ্ছে এর অষ্টম আসর। তার আগে চলুন দেখে নেয়া যাক এই প্রতিযোগিতার
সর্বোচ্চ পাঁচ উইকেটশিকারি কারা। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে খেলেছিল বাংলাদেশ, খেলেছিলেন সাকিব আল হাসানও। বিশ্বসেরা এই অলরাউন্ডার উইকেটশিকারের দিক থেকে রয়েছেন সবার শীর্ষে। পাকিস্তানের শহীদ আফ্রিদির
কাছ থেকে এই রেকর্ডটি নিজের দখলে নেন তিনি। ৩১ ম্যাচে সাকিব শিকার করেছেন ৪১ উইকেট, আফ্রিদি ৩৪ ম্যাচে নিয়েছেন ৩৯ উইকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা পাঁচ উইকেটশিকারি
নাম উইকেট ইকোনমি গড়
সাকিব আল হাসান ৪১ ৬.৪৩ ১৭.২৯
শহীদ আফ্রিদি ৩৯ ৬.৭১ ২৩.২৫
লাসিথ মালিঙ্গা ৩৮ ৭.৪৩ ২০.০৭
সৈয়দ আজমল ৩৬ ৬.৭৯ ১৬.৮৬
অজন্তা মেন্ডিস ৩৫ ৬.৭০ ১৫.০২
সেরা পাঁচের অন্য তিনজন লাসিথ মালিঙ্গা, সৈয়দ আজমল ও অজন্তা মেন্ডিস। এদের মধ্যে মালিঙ্গা ৩৮, আজমল ৩৬ ও মেন্ডিস ৩৫ উইকেট শিকার করেছেন। এই তিনজনের মধ্যে সবচেয়ে কম
ম্যাচ খেলেছেন লঙ্কান মিস্ট্রি স্পিনার, ২১টি। আজমল ২৩ ও মালিঙ্গা খেলেছেন ৩১ ম্যাচে। টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা পাঁচ উইকেট শিকারির মধ্যে সবচেয়ে ভালো ইকোনমি টাইগার
অলরাউন্ডার সাকিবের। ৪১ উইকেট নিতে তিনি ওভারপ্রতি রান দিয়েছেন ৬.৪৩ করে। মেন্ডিস ৬.৭০, আফ্রিদি ৬.৭১, আজমল ৬.৭৯ ও মালিঙ্গা ওভারপ্রতি রান দিয়েছেন ৭.৪৩ করে।