হেড কোচ রাসেল ডমিঙ্গোর ছুটি যেন শেষেই হচ্ছে না। আগামী সপ্তাহে ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। কিন্তু দলের সঙ্গে না গিয়ে ছুটিতেই থাকছেন ডমিঙ্গো। ‘এ’ দলের সঙ্গে ভারত না
গিয়ে, জাতীয় লিগে খেলার সিদ্ধান্ত নিয়েছেন তামিম-মুশফিকরা। যদিও কোনো কিছুতেই নেই মাহমুদউল্লাহ রিয়াদের নাম। ডিসেম্বরে ভারত জাতীয় দলের আগে, দেশটির ‘এ’ দল দুটি চারদিনের
ম্যাচ খেলতে আসবে বাংলাদেশে। গত অগাস্টে জিম্বাবুয়ে সফরের পর থেকে জাতীয় দলের কোনো কার্যক্রমে নেই হেড কোচ রাসেল ডমিঙ্গো। টি-টোয়েন্টি ফরম্যাটে দলের ব্যস্ততা থাকায়
এই প্রোটিয়ার অখণ্ড অবসর। দুবাইয়ে ‘এ’ দলের সফরে পর্যবেক্ষক হিসেবে যাবার কথা ছিল। কিন্তু সে সফর বাতিল হওয়ায় বেড়েছে ডমিঙ্গোর ছুটির মেয়াদ। যাচ্ছেন না ‘এ’ দলের
সঙ্গে ভারত সফরে। শুধু ডমিঙ্গোই না, তামিম-মুশফিকরাও ‘এ’ দলের ভারত সফরে না গিয়ে দেশেই প্রস্তুতি নেয়াটা শ্রেয় মনে করছেন। খেলবেন জাতীয় লিগে। তবে কোনো কিছুতেই নেই
মাহমুদউল্লাহ রিয়াদ। টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়ার পর, সাবেক অধিনায়ক নিজেকে গুটিয়েই রেখেছেন। জাতীয় লিগ-‘এ’ দলের সফর, কোনো কিছুতেই নেই রিয়াদ। বিসিবির নির্বাচক হাবিবুল
বাশার সুমন বলেন, ‘তামিম প্রথম শ্রেণীর ক্রিকেট খেলতে চাচ্ছে। কোচের সঙ্গে ব্যাটিং কৌশল নিয়েও কাজ করবে। যার কারণে তামিম যাচ্ছে না ‘এ’ দলের সঙ্গে। মুশফিকের একটু ইনজুরি ছিল, সে কাটিয়ে
উঠছে ধীরে ধীরে। মুশফিক চাচ্ছে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলতে। এ সিরিজে মাহমুদউল্লাহকে বলেছিলাম। কিন্তু সে যাচ্ছে না। এছাড়া কমবেশি সবাই ‘এ’ দলের সিরিজে
যাচ্ছেন।’বাংলাদেশ ‘এ’ দলের ব্যস্ততা বাড়ছে। নভেম্বরের শেষ দিকে দুই টেস্ট এবং তিন ওয়ানডে খেলতে বাংলাদেশ সফরে আসবে ভারত জাতীয় দল। তার আগে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে সিরিজ খেলতে
চায় ভারত। কথা বার্তা অনেকদূর এগিয়েছে। শিগগিরই চূড়ান্ত হবে দিনক্ষণ। সুমন বলেন, ‘ওদের টেস্ট ক্রিকেটাররা ‘এ’ দলের হয়ে খেলে। আমরা ওদের দেশে ওয়ানডে সিরিজ খেলতে যাব। এরপর
তারা টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে। এ বিষয়ে এখনো আলোচনা চলছে, শিগগিরই চূড়ান্ত হবে।’ মোহাম্মদ মিঠুনের নেতৃত্বে আগামী রোববার (৯ অক্টোবর) ভারত যাবার কথা বাংলাদেশ ‘এ’ দলের।