অবশেষে নিউজিল্যান্ডে দলের সাথে যোগ দিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। আজ বাংলাদেশ সময় ১১ টার দিকে দলের সাথে যোগ দিয়েছেন তিনি।ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ শেষে ৪ অক্টোবর দলের সাথে যোগ দেওয়ার কথা ছিল সাকিব আল
হাসানের। কিন্তু ভিসা জটিলতা এবং টিকিট না পাওয়ার কারণে নির্ধারিত সময়ে দলের সাথে যোগ দিতে পারেননি বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক।যার পরিবর্তে গতকাল ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দলের
সহ অধিনায়ক নুরুল হাসান সোহান। তবে সাকিবের দলের সাথে যোগ না দেওয়ার কারণ অবশ্য বিমান টিকিট।ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পরের দিনেই টিকিটের জন্য চেষ্টা করছিলেন সাকিব। কিন্তু কোন মতেই নিউজিল্যান্ডের টিকিট সংগ্রহ করতে পারছিলেন না তিনি। এর
পিছনে অবশ্য আরো বড় একটি কারণ রয়েছে।দীর্ঘদিন পর গত এক অক্টোবর থেকে নিউজিল্যান্ডের ভ্রমণ বাধা তুলে নিয়েছে সে দেশের সরকার। যার কারনে টিকিট সংকট তৈরি হয়েছে। এমনকি বাংলাদেশেও নিউজিল্যান্ডের ক্রিকেটে সংকট
দেখা দিয়েছে। নিউজিল্যান্ড সিরিজ কভার করার কথা ছিল বাংলাদেশের কয়েকটি সংবাদ মাধ্যমের।নিউজিল্যান্ডের ভিসা হলেও টিকিট জোগাড় করতে না পারায় সে দেশে যেতে পারছে না বাংলাদেশের সাংবাদিকরাও। তবে নিউজিল্যান্ডের যেতে ভিন্ন উপায়ও
দেখেছিলেন সাকিব। জানা গেছে চার তারিখে তাদের সাথে যোগ দিতে এয়ারপোর্টে পৌঁছে গিয়েছিলেন সাকিব।কিন্তু তাহিতির ভিসা নিয়ে জটিলতায় তাকে বোর্ডিং করতে দেওয়া হয়নি সাকিবকে। তিনি ফিরে যান। পরে এয়ারলাইন্স
থেকেই ভিসা সমস্যার সমাধান করার পর অবশেষে আজ দলের সাথে যোগ দিয়েছেন তিনি। আগামীকাল পাকিস্তানের বিপক্ষে সকাল ৮ঃ০০ টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ।