পাকিস্তানের পক্ষে ব্যাট হাতে জ্বলে উঠেছেন টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষ ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি এই উইকেটরক্ষক। বাংলাদেশকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজটা দারুণভাবে শুরু করেছে পাকিস্তান।
তিনি বলেন, আমি কঠোর পরিশ্রমে বিশ্বাসী, বাকিটা আল্লাহর হাতে। শুক্রবার (৭ অক্টোবর) ক্রাইস্টচার্চে টাইগারদেরকে ২১ রানে হারিয়েছে পাকিস্তানে । ৫০ বলে ২ ছক্কা ৭ চারে অপরাজিত ৭৮ রানেই ইনিংস খেলেছেন রিজওয়ান, হয়েছেন ম্যাচসেরা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রিজওয়ান বলেন, ‘খুবই ভালো লাগছে। উইকেটটা ব্যাটিংবান্ধব ছিল। ভেবেছিলাম আমরা ১০-১৫ রান কম করেছি। আমাদের বোলাররা ভালো বোলিং করেছে। আমি কঠোর
পরিশ্রমে বিশ্বাসী, বাকিটা আল্লাহর হাতে। মাঠের কয়েক পাশে বাউন্ডারি সীমানা বড়, আমরা বলের মেরিট অনুযায়ী খেলেছি। পাকিস্তানের ইনিংসের মূল কারিগর ছিলেন তিনিই, শুধু রান করা নয়,
উইকেট ধরে রাখার কাজও করেছেন। বাংলাদেশের সঙ্গে জয়ের পর খুব বেশি বিশ্রামের সুযোগ নেই রিজওয়ানদের। আগামীকাল শনিবার ভোরে ফের মাঠে নামতে হবে তাদের, প্রতিপক্ষ স্বাগতিক নিউজিল্যান্ড।