1. Mijankhan298@gmail.com : Mijankhan :
  2. Bijoyerbangla@gmail.com : সময় সংবাদ : সময় সংবাদ
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ ঘোষণা - সময়য়ের সেরা খবর!
সদ্যপ্রাপ্ত:
আপন ভাইয়ের শাস্তি চেয়ে করে ফেসবুকে ক্রিকেটার এনামুলের স্ট্যাটাস কিন্তু কেন! কোহলির কৌশলকে উড়িয়ে দিয়ে আউট করলেন তাসকিন! জিম্বাবুয়েকে হারিয়ে সুপার টুয়েলভের জায়গা টিকিয়ে রাখল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ব্যর্থতার মাঝে ঘুরপাক খাওয়া টাইগারদের নিয়ে অবিশ্বাস্য বার্তা মাশরাফির মাশরাফিকে আইকন করে আমিরসহ এই ৩ বিদেশি ভয়ংকর ক্রিকেটারকে দলে ভেড়ালো সিলেট দেশের মাটিতে ব্যাট হাতে যত রান করলেন আশরাফুল শ্রীলংকার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আরব আমিরাত, দেখুন দুই দলের শক্তিশালী একাদশ বিশ্বকাপের মূল পর্বে ‘একটা জয়ই বদলে দেবে সবকিছু’ বাংলাদেশে কখনোই ১৩৫ স্ট্রাইকরেটের ব্যাটার ছিল না: মোসাদ্দেক ওয়েস্ট ইন্ডিজকে হারাতেই অবিশ্বাস্যভাবে যা বললেন স্কটল্যান্ড অধিনায়ক রিচি বেরিংটন

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ ঘোষণা

  • প্রাবলিশ করা হয়েছে : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ৮৫৪ জন পড়েছে

স্বাগতিক নিউজিল্যান্ডসহ ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে কাল পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ক্রাইস্টচার্চের হাগলি ওভালে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৮টায়। আমিরাতের

বিপক্ষে বাংলাদেশের টি-২০ সিরিজ ছিল পরীক্ষা-নিরীক্ষার। নিউজিল্যান্ডে টি-২০ ত্রিদেশীয় সিরিজেও ব্যাটিং অর্ডারে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। সাব্বির রহমানের জায়গায় নাজমুল শান্ত বা সৌম্য সরকার একাদশে ঢুকতে যাচ্ছেন।

তবে মেকশিফট ওপেনার মেহেদি মিরাজ টিকে যাচ্ছেন একাদশে। ত্রিদেশীয় সিরিজে এবং অস্ট্রেলিয়া বিশ্বকাপে তিনিই ইনিংস ওপেন করতে যাচ্ছেন। তবে ওপেনার হিসেবে টিম ম্যানেজম্যান্টের মন জয় করতে পারেননি সাব্বির। তাই পাকিস্তানের

বিপক্ষে সাব্বিরের বদলী হতে পারেন সৌম্য সরকার বা নাজমুল হোসেন শান্ত। নিউজিল্যান্ডে সৌম্যের পারফরম্যান্স ভালো থাকায় তাকে বাজিয়ে দেখতে চায় দল। সেক্ষেত্রে ওপেনিংয়ে মিরাজের সঙ্গী হতে পারেন লিটন। তাকে তিনেও দেখা যেতে

পারে। তিনে সৌম্য নামলে ওপেনিং করবেন লিটন। এদিকে পছন্দের পজিশন ছেড়ে দলের স্বার্থে চারে ব্যাট করবেন সাকিব। সাকিব ফেরায় পাঁচে নামবেন আফিফ হোসেন, ছয়ে ইয়াসির আলী রাব্বি, সাতে নুরুল হাসান সোহান, আটে

মোসাদ্দেক হোসেন সৈকত। নিউজিল্যান্ডের মাঠে পাকিস্তানের বিপক্ষে মুস্তাফিজ থাকছেন অটোচয়েজ হিসেবেই। এছাড়াও তার পেস সঙ্গী হতে পারেন তাসকিন বা হাসান মাহমুদ। স্পিনার হিসেবে থাকবেন নাসুম আহমেদ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত/সৌম্য রহমান, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ/হাসান মাহমুদ।

দয়া করে নিউজটি শেয়ার করুন🙏

এই বিভাগের আরো খবর পড়ুন 👇
© All rights reserved © 2022
Site Customized By NewsTech.Com