1. Mijankhan298@gmail.com : Mijankhan :
  2. Bijoyerbangla@gmail.com : সময় সংবাদ : সময় সংবাদ
পাকিস্তান-চ্যালেঞ্জ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে সাকিবদের - সময়য়ের সেরা খবর!
সদ্যপ্রাপ্ত:
আপন ভাইয়ের শাস্তি চেয়ে করে ফেসবুকে ক্রিকেটার এনামুলের স্ট্যাটাস কিন্তু কেন! কোহলির কৌশলকে উড়িয়ে দিয়ে আউট করলেন তাসকিন! জিম্বাবুয়েকে হারিয়ে সুপার টুয়েলভের জায়গা টিকিয়ে রাখল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ব্যর্থতার মাঝে ঘুরপাক খাওয়া টাইগারদের নিয়ে অবিশ্বাস্য বার্তা মাশরাফির মাশরাফিকে আইকন করে আমিরসহ এই ৩ বিদেশি ভয়ংকর ক্রিকেটারকে দলে ভেড়ালো সিলেট দেশের মাটিতে ব্যাট হাতে যত রান করলেন আশরাফুল শ্রীলংকার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আরব আমিরাত, দেখুন দুই দলের শক্তিশালী একাদশ বিশ্বকাপের মূল পর্বে ‘একটা জয়ই বদলে দেবে সবকিছু’ বাংলাদেশে কখনোই ১৩৫ স্ট্রাইকরেটের ব্যাটার ছিল না: মোসাদ্দেক ওয়েস্ট ইন্ডিজকে হারাতেই অবিশ্বাস্যভাবে যা বললেন স্কটল্যান্ড অধিনায়ক রিচি বেরিংটন

পাকিস্তান-চ্যালেঞ্জ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে সাকিবদের

  • প্রাবলিশ করা হয়েছে : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ৬৪৮ জন পড়েছে

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ-পাকিস্তান-নিউজিল্যান্ডের মধ্যকার বহুল আলোচিত ত্রিদেশীয় সিরিজ আজ শুক্রবার (৭ অক্টোবর) থেকে মাঠে গড়াতে যাচ্ছে। উদ্বোধনী

ম্যাচে পরস্পরের মোকাবেলা সাকিব আল হাসানের বাংলাদেশ এবং বাবর আজমের পাকিস্তান। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ম্যাচটি আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

শেষ কিছু দিনে টি-টোয়েন্টি ক্রিকেটে বাবর আজমের দল রয়েছে ফর্মের চূড়ায়, যদিও সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৪-৩ ব্যবধানে হেরেছে তারা। এর আগে এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার কাছেও হেরেছিল বাবরের দল। যদিও এসব

ব্যর্থতা ভুলে নতুন শুরুর প্রত্যয় ব্যক্ত করে মাঠের লড়াইয়ে লড়তে প্রস্তুত পাকিস্তান দল। নেটের অনুশীলনে পাক ক্রিকেটারদের দেখে এমন চিন্তাই লক্ষ্য করা গেছে, অনুশীলনে পাক ক্রিকেটারদের ব্যস্ত সময়ই পার করতে দেখা গেছে।

এদিকে ভিসা জটিলতা কাটিয়ে ম্যাচের আগের দিন আজ বৃহস্পতিবার টাইগার শিবিরে যোগদান করেছেন অধিনায়ক সাকিব আল হাসান। অধিনায়কের দলে যোগ দেওয়ার এ বিষয়টি নিশ্চিত করেছেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

টি-টোয়েন্টি ফরম্যাটের নতুন এই ওপেনার জানিয়েছেন সাকিব ফেরায় দল এখন পরিপূর্ণ। এ নিয়ে মিরাজ বলেন, ‘সাকিব ভাই আজকে আমাদের সাথে জয়েন করেছে। এটা আমাদের টিমের জন্য

অনেক বড় এডভান্টেজ। লাস্ট সিরিজ আমরা খেলেছি বাট সাকিব ভাই ছিল না, এখন আমাদের পরিপূর্ণ টিম হয়েছে। আমরা সবাই একসাথে প্র্যাকটিস করে মাঠে নামতে পারবো।’

ত্রিদেশীয় সিরিজ এবং বিশ্বকাপে বাংলাদেশ দল:
সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান (সহ-অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ ও নাজমুল হোসেন।

স্ট্যান্ডবাই:
শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, মেহেদী হাসান ও সৌম্য সরকার।

দয়া করে নিউজটি শেয়ার করুন🙏

এই বিভাগের আরো খবর পড়ুন 👇
© All rights reserved © 2022
Site Customized By NewsTech.Com