সিলেটে চলছে নারী দলের এশিয়া কাপ। এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে বাংলাদেশের জয় দুই ম্যাচে। হেরেছে কেবল পাকিস্তানের কাছে। আগামীকাল শনিবার ভারতের মুখোমুখি হতে যাচ্ছে নিগার সুলতানা
জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ নারী দল। ম্যাচ শুরুর একদিন আগে আজ শুক্রবার টাইগ্রেস ব্যাটার মুর্শিদা খাতুন জানালেন ভারত পাকিস্তানের সাথে ম্যাচ থাকলে এনার্জি লেভেল চলে আসে ১০০-তে।
আজ দলীয় অনুশীলন শেষে গণমাধ্যমে কথা বলেন মুর্শিদা খাতুন। সেখানে জানালেন ভারত পাকিস্তান বাংলাদেশের থেকেও শক্তিশালী, ‘তারা অনেক বেশী ম্যাচ খেলেছে’ কারণ হিসেবে বলেন টাইগ্রেস এই ব্যাটার।
মুর্শিদার কথা, ‘অবশ্যই। ভারত, পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেললে ৯০ শতাংশ থেকে ১০০ শতাংশে এনার্জি লেভেল চলে আসে। দেখেন, ওরা তো আমাদের চেয়ে অনেক শক্তিশালী। আমাদের চেয়ে অনেক বেশি ম্যাচ খেলেছে,
অনেক ভালো ওরা। সম্প্রতি ইংল্যান্ডে খেলে আসলো। আমরাও মোটামুটি ভালো শেপে আছি ব্যাটার কয়েকজন। আমরা যদি নিজেদের প্রসেস অনুযায়ী খেলতে পারি, রোল অনুযায়ী খেলতে পারি ইনশাআল্লাহ ভালো কিছু হবে।’
মুর্শিদা আরো যোগ করেন, ‘শুধু ব্যাটিং না, সব বিভাগেই ভারত এগিয়ে। ওদের বোলিংটাও শক্তিশালী। তিন বিভাগেই শক্তিশালী। আমরাও সিমিলার কারণ আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর
আমাদের ঘরের মাঠে খেলা। আমরা যদি তিনটা বিভাগেই ভালো করতে পারি ভালো কিছু হবে।’আগামীকাল বাংলাদেশ ভারতের এই হাইভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১টা ৩০ মিনিটে।