আজ পাকিস্তানের কাছে ২১ রানে হেরে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ। শুক্রবার (৭ অক্টোবর) ক্রাইস্টচার্চে বাবর আজমদের দেওয়া ১৬৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ৮ উইকেটে ১৪৬ রান তুলতে সমর্থ হয়েছে টাইগাররা। ম্যাচে হারলেও ছক্কা
মারায় পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ। আজকের ম্যাচে পাকিস্তানি ব্যাটাররা ছক্কা মেরেছে মোট ৪টি। ৫০ বলে অপরাজিত ৭৮ রান করা মোহাম্মদ রিজওয়ানের ছক্কা দুটি, অপর দুটি ছক্কা এসেছে শান মাসুদ ও মোহাম্মদ নওয়াজের ব্যাট
থেকে। অন্যদিকে বাংলাদেশ ছক্কা মেরেছে ৫টি, অর্থ্যাৎ পাকিস্তানের চেয়ে একটি বেশি। ২১ বলে ৪২ রান করা ইয়াসির আলী রাব্বি হাঁকিয়েছেন দুটি ছক্কা। এছাড়া মেহেদী হাসান মিরাজ, লিটন দাস ও আফিফ হোসেন একটি করে ছক্কা মেরেছেন। এদিকে
ছক্কায় এগিয়ে থাকলেও চারে পিছিয়ে বাংলাদেশ। পাকিস্তান মেরেছে মোট ১৮টি চার, বাংলাদেশ মেরেছে ১২টি। পাকিস্তানের হয়ে ৭টি চার মেরেছেন মোহাম্মদ রিজওয়ান, আর বাংলাদেশের ইয়াসির রাব্বি মেরেছেন ৫টি চার।