1. Mijankhan298@gmail.com : Mijankhan :
  2. Bijoyerbangla@gmail.com : সময় সংবাদ : সময় সংবাদ
ম্যাচ হেরে লিটন-ইয়াসির ও তাসকিনকে প্রশংসা করে যাকে সরাসরি দুষলেন বাংলাদেশ অধিনায়ক নুরুল হাসান - সময়য়ের সেরা খবর!
সদ্যপ্রাপ্ত:
আপন ভাইয়ের শাস্তি চেয়ে করে ফেসবুকে ক্রিকেটার এনামুলের স্ট্যাটাস কিন্তু কেন! কোহলির কৌশলকে উড়িয়ে দিয়ে আউট করলেন তাসকিন! জিম্বাবুয়েকে হারিয়ে সুপার টুয়েলভের জায়গা টিকিয়ে রাখল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ব্যর্থতার মাঝে ঘুরপাক খাওয়া টাইগারদের নিয়ে অবিশ্বাস্য বার্তা মাশরাফির মাশরাফিকে আইকন করে আমিরসহ এই ৩ বিদেশি ভয়ংকর ক্রিকেটারকে দলে ভেড়ালো সিলেট দেশের মাটিতে ব্যাট হাতে যত রান করলেন আশরাফুল শ্রীলংকার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আরব আমিরাত, দেখুন দুই দলের শক্তিশালী একাদশ বিশ্বকাপের মূল পর্বে ‘একটা জয়ই বদলে দেবে সবকিছু’ বাংলাদেশে কখনোই ১৩৫ স্ট্রাইকরেটের ব্যাটার ছিল না: মোসাদ্দেক ওয়েস্ট ইন্ডিজকে হারাতেই অবিশ্বাস্যভাবে যা বললেন স্কটল্যান্ড অধিনায়ক রিচি বেরিংটন

ম্যাচ হেরে লিটন-ইয়াসির ও তাসকিনকে প্রশংসা করে যাকে সরাসরি দুষলেন বাংলাদেশ অধিনায়ক নুরুল হাসান

  • প্রাবলিশ করা হয়েছে : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ৮৬২ জন পড়েছে

মেক শিফট ওপেনার মেহেদি মিরাজ ও সাব্বির রহমানের জুটি চতুর্থ পরীক্ষায়ও ফেল করেছে। এশিয়া কাপ, আমিরাত সিরিজের পর পাকিস্তানের বিপক্ষে ১৬৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ২৫ রানের জুটি দিয়েই সাজঘরে ফিরেছেন

তারা। ওপেনে নেমে শাহনেওয়াজ দাহানির১ম ওভারে ২ রান করে মেহেদি মিরাজ ও সাব্বির রহমানের জুটি।২য় ওভারে আসে ৯ রান।৩য় ওভারে তারা নেয় ৫ রান।৪র্থ ওভারে মিরাজের

এক ছক্কায় আসে ৮ রান। ৫ম ওভারের ২য় বলে মোহাম্মদ ওয়াসিম তুলে নেন মিরাজের উইকেট। তখন বাংলাদেশের সংগ্রহ করে ১ উইকেটে ২৫ রান।১০ বলে ১১ করে

ফেরে মিরাজ। ব্যাটে আসে লিটন। ৬.৫ ওভারে বলে ১৮ বলে ১৪ রান করে হারিস রউফ শিকার হন ছাব্বির।ব্যাটে আসে আফিফ।৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাড়ায় ৫৪ রানে ২ উইকেট।

১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাড়ায় ৬৪ রানে ২ উইকেট।১১ তম ওভারে দুই চারে আসে ১০ রান।১১২ তম ওভারে লিটনের ছক্কায় আসে ১০ রান।১২.২ ওভারে ২৬ বলে ৩৫ রান করে মোহাম্মদ নওয়াজের শিকার হয়ে ফেরেন লিটন।ব্যাটে আসে মোসাদ্দেক হোসেন।

ব্যিাটে এসে ডাক মেরে ফেরেন তিনি।ব্যাটে আসে সোহান। ১৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাড়ায় ৯২ রানে ৪ উইকেট। ১৩.৫ ওভারে ২৩ বলে ২৫ রান করে শাহনেওয়াজ দাহানির শিকার হয়ে ফেরেন আফিফ।ব্যাটে আসে ইয়াছির আলি।

১৩.৫ ওভারে ৯ বলে ৮ রান করে সাদাব খানের শিকার হয়ে ফেরেন সোহান।ব্যাটে আসে তাসকিন। ১৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাড়ায় ১০১ রানে ৬ উইকেট।১৮ তম ওভারে উয়াছির আলির ছক্কায় আসে ১০ রান।১৮ ওভার শেষে

বাংলাদেশের সংগ্রহ দাড়ায় ১১৯ রানে ৬ উইকেট। ১.২ ও ১৮.৩ ওভারে পরপর ২ উইকেট তুলে নেয় মোহাম্মদ ওয়াসিম। তাসকিন ফেরে ২ রান করে। ব্যাটে আসে নাসুম। ডাক মেরে ফেরেন তিনি।ব্যাটে আসে হাসান মাহমুদ। ১৯ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাড়ায় ১২৬ রানে ৮ উইকেট। শেষ

ওভারে তান্ডব চালায় ইয়াছির আলি ৩টি ৪ ও ১টি ছক্কায় সেই ওভারে আসে ২০ রান। পরাজয় এড়াতে পারে না বাংলাদেশ।বাংলাদেশ ২১ রানের ব্যবধানে পরাজিত হন।

বাংলাদেশ অধিনায়ক নুরুল হাসান ম্যাচ শেষে বলেন আমি হতাশ, উইকেট ভালো ছিল, তবে আমি মনে করি আমাদের কয়েকটি ক্ষেত্রে উন্নতি করতে হবে। বোলাররা ভালো করেছে, তবে আমরা কয়েকটি ক্ষেত্রে পরিবর্তন করতে পারি, কিন্তু

তারপর আমরা মাঝখানে অনেক উইকেট হারিয়েছি। লিটন ও আফিফ ভালো ব্যাটিং করেছে, ইয়াসিরও ভালো করেছে, তারা কিছু ইতিবাচক। তাসকিন ভালো বোলিং করেছেন এবং আমাদের জন্য কয়েকটি উইকেট নিয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন🙏

এই বিভাগের আরো খবর পড়ুন 👇
© All rights reserved © 2022
Site Customized By NewsTech.Com