ক্রাইস্টচার্চে বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে পাকিস্তান। ওপেনিং জুটিতে ৫২ রান যোগ করে। বাবরকে ফিরিয়ে জুটি ভাঙেন মেহেদি মিরাজ। এরপর দলীয় ১১১ রানে তৃতীয়
উইকেট হারানো দলটি বড় সংগ্রহের পথে আছে। পাকিস্তান ১৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৬ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা মোহাম্মদ রিজওয়ান ৪০ বলে চারটি চার ও এক ছক্কায় ৫২ রান করে খেলছেন তার সঙ্গী ইফতিখার। অধিনায়ক
বাবর ২৫ বলে চারটি চারে ২২ করে ফিরেছেন। তিনে নামা শান মাসুদ ২২ বলে এক ছক্কা ও চারটি চারে ৩১ রান নাসুমের বলে আউট হয়েছেন। হায়দারকে (৬) ফিরিয়েছেন তাসকিন।
ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে একাদশে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। দলকে নেতৃত্ব দিচ্ছেন নুরুল হাসান সোহান। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এই ম্যাচেও
মেক শিফট ওপেনার সাব্বির রহমান ও মেহেদি মিরাজে আস্থা রেখেছে। পেস আক্রমণে আছেন মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।
বাংলাদেশ একাদশ: মেহেদি মিরাজ, সাব্বির রহমান, লিটন দাস, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, ইয়াসির রাব্বি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।
পাকিস্তান একাদশ: বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, হায়দার আলী, ইফতিখার আহমেদ, আসিফ আলী, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, হ্যারিস রউফ, শাহনেওয়াজ দাহানি।