1. Mijankhan298@gmail.com : Mijankhan :
  2. Bijoyerbangla@gmail.com : সময় সংবাদ : সময় সংবাদ
স্বইচ্ছায় পছন্দের পজিশন ছাড়ছেন সাকিব! - সময়য়ের সেরা খবর!
সদ্যপ্রাপ্ত:
আপন ভাইয়ের শাস্তি চেয়ে করে ফেসবুকে ক্রিকেটার এনামুলের স্ট্যাটাস কিন্তু কেন! কোহলির কৌশলকে উড়িয়ে দিয়ে আউট করলেন তাসকিন! জিম্বাবুয়েকে হারিয়ে সুপার টুয়েলভের জায়গা টিকিয়ে রাখল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ব্যর্থতার মাঝে ঘুরপাক খাওয়া টাইগারদের নিয়ে অবিশ্বাস্য বার্তা মাশরাফির মাশরাফিকে আইকন করে আমিরসহ এই ৩ বিদেশি ভয়ংকর ক্রিকেটারকে দলে ভেড়ালো সিলেট দেশের মাটিতে ব্যাট হাতে যত রান করলেন আশরাফুল শ্রীলংকার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আরব আমিরাত, দেখুন দুই দলের শক্তিশালী একাদশ বিশ্বকাপের মূল পর্বে ‘একটা জয়ই বদলে দেবে সবকিছু’ বাংলাদেশে কখনোই ১৩৫ স্ট্রাইকরেটের ব্যাটার ছিল না: মোসাদ্দেক ওয়েস্ট ইন্ডিজকে হারাতেই অবিশ্বাস্যভাবে যা বললেন স্কটল্যান্ড অধিনায়ক রিচি বেরিংটন

স্বইচ্ছায় পছন্দের পজিশন ছাড়ছেন সাকিব!

  • প্রাবলিশ করা হয়েছে : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ৬১১ জন পড়েছে

আবারো বাংলাদেশ টি-২০ দলের ব্যাটিং অর্ডারে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক হাবিবুল বাশার। তিনি জানিয়েছেন, বিশ্বকাপের আগে প্রস্তুতির শেষ সুযোগ

নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজে ব্যাটিং অর্ডারে চারে দেখা যেতে পারে সাকিবকে। ওপেনিংয়েও আসতে পারে পরিবর্তন। সাদা বলের ক্রিকেটে দীর্ঘদিন তিনে ব্যাটিং করছেন দেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। ইংল্যান্ডে অনুষ্ঠেয়

২০১৯ বিশ্বকাপে তিনে যে দুর্দান্ত ব্যাটিং তিনি দেখিয়েছেন তারপরে ওই ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্নও ওঠেনি। কিন্তু টি-২০ অধিনায়ক হিসেবে দলে ভারসাম্য আনতে পছন্দের জায়গা ছেড়ে দিতে রাজি বিশ্বের অন্যতম সেরা এই

অলরাউন্ডার। এদিকে হাবিবুল বাশার ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজকে বলেছেন, ‘বিষয়টি নিয়ে আমরা এখনও আলাপ করছি। সিপিএলে সে চারে ব্যাটিং করেছে এবং ভালো করেছে। আমি মনে করি, অস্ট্রেলিয়ার উইকেটে সে চারে ভালো মানিয়ে নিতে

পারবে। আমরা তার সঙ্গে কথা বলে বুঝেছি তিন কিংবা চারে ব্যাটিং করা নিয়ে তার কোন সমস্যা নেই।’বাশার আরও বলেন, ‘অনেকে মনে করেন, সাকিব তিনের বাইরে ব্যাটিং করতে পারে না। কিন্তু সে এমন মানসিকতা নিয়ে খেলে না। সে যেকোন জায়গায় ব্যাটিং করতে প্রস্তুত। অধিনায়ক হওয়ার

পর বিষয়গুলো আরও ভিন্নভাবে দেখছে। দলের ভালোর জন্য কিছু করতে পারলে সে-ই বেশি খুশি। আমার মনে হয়, অস্ট্রেলিয়ায় সাকিব চারে ব্যাটিং করবে। তিনে অন্য কেউ খেলবে।’ এদিকে

নিউজিল্যান্ডে শুক্রবার পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচ খেলবে বাংলাদেশ। ওই ম্যাচেই ব্যাটিং অর্ডারে পরিবর্তন দেখা যেতে পারে। মেক শিফট ওপেনার সাব্বির রহমানে আস্থা পায়নি টিম ম্যানেজমেন্ট। তার জায়গায়

একাদশে ঢুকতে পারেন নাজমুল শান্ত কিংবা সৌম্য সরকার। গতকাল ত্রিদেশীয় সিরিজের লোগো উন্মোচনের অনুষ্ঠানে বাশার বলেন, ‘আমাদের শান্ত (নাজমুল হোসেন) আছে ওপেনার হিসেবে। তো আমার মনে হয় টিম ম্যানেজমেন্ট সবার আগে আমাদের

সর্বোচ্চটা তৈরি করে ফেলবে এ সিরিজে যে বিশ্বকাপে আমরা কাদের নিয়ে খেলব। বিশ্বকাপে গিয়ে কিন্তু দেখার সুযোগ থাকবে না। এখানে হয়তো টিম ম্যানেজমেন্ট আরেকটা কম্বিনেশন চিন্তা করতে পারেন।’এ সময় তিনি আরও বলেন, ‘শেষ সুযোগ

আমাদের এই টুর্নামেন্ট। আমার মনে হয় টিম ম্যানেজমেন্ট দেখবেন অন্য কাউকে ওপেনিং করান যায় কী না বা এটা নিয়েই বিশ্বকাপে যাবেন কী। এই সিরিজে যারা ওপেন করবেন টপ অর্ডার খেলবে তারাই বিশ্বকাপে কন্টিনিউ করবেন।’

দয়া করে নিউজটি শেয়ার করুন🙏

এই বিভাগের আরো খবর পড়ুন 👇
© All rights reserved © 2022
Site Customized By NewsTech.Com