পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের আগের দিন দলের সঙ্গে যোগ দিয়েছিলেন সাকিব আল হাসান। ভ্রমণক্লান্তি থাকায় তাকে বিশ্রামে রেখেছিল টিম ম্যানেজমেন্ট। সঙ্গে ম্যাচ ফিটনেসের ভাবনাও ছিল। শনিবার ছিল দলের ঐচ্ছিক অনুশীলন।
এদিন কোচিং স্টাফদের নিয়ে সাকিব একা কাজ করেছেন লিঙ্কনের নেটে। বিসিবির পাঠানো ভিডিওতে দেখা যায়, সাকিব নেটে থ্রোয়ার রমজানের বল মোকাবিলা করছেন। সে সময়ে দলের টেকনিক্যাল ডিরেক্টর শ্রীধরন শ্রীরাম এবং ব্যাটিং কোচ
জেমি সিডন্স পাশেই ছিলেন। অনুশীলন শেষে কোচিং স্টাফদের সঙ্গে আলাপ করতেও দেখা যায় তাকে।ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলে ৩০ সেপ্টেম্বর নিউ জিল্যান্ডে উড়াল
দিতে চেয়েছিলেন সাকিব। কিন্তু টিকিট পাচ্ছিলেন না। পরে তাহিতি হয়ে ক্রাইস্টচার্চে পৌঁছানোর জন্য একটি টিকিট কাটেন। কিন্তু তাহিতির ভিসা জটিলতায় তাকে বোর্ডিং করতে
দেওয়া হয়নি। তিনি ফিরে যান এয়ারপোর্টে থেকে। দুইদিন পর এয়ারলাইন্স থেকেই ভিসা সমস্যার সমাধান করার পর লস অ্যাঞ্জেলস থেকে রওনা দিতে পেরেছিলেন। বৃহস্পতিবার দলের সঙ্গে যোগ দিলেও শুক্রবার প্রথম ম্যাচে দর্শক হয়ে থাকতে হয় তাকে।