পাকিস্তানের বিরুদ্ধে অপ্রত্যাশিত হারের পর আজ এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে নামছে ভারত। আজ আইএসএলে আবার মুখোমুখি হচ্ছে বেঙ্গালুরু এফসি এবং নর্থ-ইস্ট ইউনাইটেড। আছে ত্রিদেশীয়
সিরিজে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচ। সেইসঙ্গে ভারত-দক্ষিণ আফ্রিকার একদিনের ম্যাচের সিরিজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকেও নজর থাকবে। ভারতের মহিলারা টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে।
ইন্ডিয়া উইমেন (প্লেয়িং ইলেভেন): স্মৃতি মান্ধানা (অধিনায়ক), শাফালি ভার্মা, সাব্বিনেনি মেঘনা, জেমিমা রড্রিগস, রিচা ঘোষ (ডাব্লু), কিরণ নাভগিরে, পূজা ভাস্ত্রকার, দীপ্তি শর্মা, স্নেহ রানা, রেণুকা সিং,
রাজেশ্বরী গায়কওয়াড় বাংলাদেশ মহিলা (প্লেয়িং ইলেভেন): মুর্শিদা খাতুন, ফারগানা হক, নিগার সুলতানা (ডব্লিউ/সি), রিতু মনি, লতা মণ্ডল, ফাহিমা খাতুন, রুমানা আহমেদ, নাহিদা আক্তার, সালমা খাতুন, ফারিহা ত্রিস্না, শানজিদা আক্তার