ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারানোর পর দ্বিতীয় ম্যাচেও নিউজিল্যান্ডের ৬ উইকেটের বিড় জয় তুলে নিল বাবর আজমের পাকিস্তান। ক্রাইস্টচার্চের হ্যাগলি
ওভালে টস জিতে ব্যাট করতে নামা কিউই টপঅর্ডার ব্যাটারদের কেউই হাত খুলে খেলতে পারেননি। শেষ দিকে মার্ক চ্যাপম্যান ১৬ বলে ৩২ রানের ইনিংস খেলায় ১৪৭ রান
করে স্বাগতিক নিউজিল্যান্ড। এদিন দারুণ বোলিং প্রদর্শনী করে পাকিস্তানের বোলাররা। দীর্ঘ ৩৫ ম্যাচ পর টি-টোয়েন্টিতে কোনো ওয়াইড বা নো বল ছাড়া ইনিংস শেষ করলো তারা। জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক
বাবর আজমের অপরাজিত ৫৩ বলে ৭৯ রানের ভর করে ১০ বল হাতে রেখে ৬ উইকেটের পর জয় পেয়েছে পাকিস্তান। পাকিস্তানের পক্ষে শাদাব খান ২২ বলে ৩৪ রান করেন। ম্যাচ সেরার পুরস্কার
জিতেন বাবর আজম। উল্লেখ্য, ত্রিদেশীয় সিরিজে আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২ টায়।