মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর হয়ে ব্যাট করলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। মাহমুদউল্লাহকে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখা উচিত ছিল বলে মন্তব্য করেছেন তামিম। বলেছেন, বিশ্বকাপে থাকা উচিত ছিল
মুশফিকুর রহিমেরও। আজ ঢাকার এক হোটেলে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন। তামিম বলেছেন, ‘যে দলটা এখন খেলছে, কয়েকজনকে বাদ দিলে সেটা কিছুটা নতুন। যেকোনো নতুন কিছুতে সময় দিতে হবে। আমি আগেও বলেছি মুশফিক, রিয়াদ—তারা যদি বড় মঞ্চে বা বিশ্বকাপে
থাকত আমার কাছে ভালো মনে হতো। কারণ, যখন পুরো বছর সিনিয়র ক্রিকেটারদের খেলিয়েছেন, তাহলে বিশ্বকাপের আগেই কেন (বাদ দেওয়া)? এটা যদি হতো বছরের শুরুতে, তাহলে
ঠিক ছিল।’ টি-টোয়েন্টি দলে অনিয়মিত ওপেনার খেলানোর বিপক্ষেও যুক্তি দিয়েছেন তামিম। লিটনের সঙ্গে বিশেষজ্ঞ ওপেনারকেই দেখতে চান তিনি, ‘আমার কাছে মনে হয়, যারা নিয়মিত ওপেন করে, তাদেরই ওপেন করা উচিত।’
তবে সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজকে দিয়ে ওপেন করানোর সিদ্ধান্তকে একেবারে উড়িয়ে দেননি তিনি, ‘এটাকে আমি ভুল বলতে পারব না। ধরেন রোহিত শর্মা, সে কিন্তু ক্রিকেটের
অন্যতম সেরা ওপেনার। রোহিত তো পাঁচ-ছয়ে ব্যাট করত। এখন ওপেন করে তার ২৫টা সেঞ্চুরি। তাই আমি কাউকে দিয়ে হবে না বলে দিতে পারি না। তাদের সময় দিন।’ বাংলাদেশ ‘এ’
দলের সঙ্গে ভারত সফরে যাবেন না জানিয়ে তামিম বলেন, ‘আমি “এ” দলের সঙ্গে যাচ্ছি না। দুটি জাতীয় লিগের ম্যাচ খেলব। আমার পরিকল্পনা কোচ ও ক্রিকেট অপারেশন্সকেও জানিয়েছি। নির্বাচকদেরও জানিয়েছি।’