1. Mijankhan298@gmail.com : Mijankhan :
  2. Bijoyerbangla@gmail.com : সময় সংবাদ : সময় সংবাদ
মোস্তাফিজ যদি ঘুম থেকে উঠে বোলিং করতে আসে তাহলেও তার বল খেলা অসম্ভবঃ মাশরাফি - সময়য়ের সেরা খবর!
সদ্যপ্রাপ্ত:
আপন ভাইয়ের শাস্তি চেয়ে করে ফেসবুকে ক্রিকেটার এনামুলের স্ট্যাটাস কিন্তু কেন! কোহলির কৌশলকে উড়িয়ে দিয়ে আউট করলেন তাসকিন! জিম্বাবুয়েকে হারিয়ে সুপার টুয়েলভের জায়গা টিকিয়ে রাখল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ব্যর্থতার মাঝে ঘুরপাক খাওয়া টাইগারদের নিয়ে অবিশ্বাস্য বার্তা মাশরাফির মাশরাফিকে আইকন করে আমিরসহ এই ৩ বিদেশি ভয়ংকর ক্রিকেটারকে দলে ভেড়ালো সিলেট দেশের মাটিতে ব্যাট হাতে যত রান করলেন আশরাফুল শ্রীলংকার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আরব আমিরাত, দেখুন দুই দলের শক্তিশালী একাদশ বিশ্বকাপের মূল পর্বে ‘একটা জয়ই বদলে দেবে সবকিছু’ বাংলাদেশে কখনোই ১৩৫ স্ট্রাইকরেটের ব্যাটার ছিল না: মোসাদ্দেক ওয়েস্ট ইন্ডিজকে হারাতেই অবিশ্বাস্যভাবে যা বললেন স্কটল্যান্ড অধিনায়ক রিচি বেরিংটন

মোস্তাফিজ যদি ঘুম থেকে উঠে বোলিং করতে আসে তাহলেও তার বল খেলা অসম্ভবঃ মাশরাফি

  • প্রাবলিশ করা হয়েছে : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ৬৯৫ জন পড়েছে

ছোটবেলায় আমরা যখন ক্রিকেট খেলতাম পাড়া মহল্লায় তখন আমাদের দলের কেউ যদি বোলিংয়ে এসে খারাপ করতো তাহলে আমরা তাকে বলতাম জাতীয় খাবার ইলিশ মাছ। যা

ছোট-বড়, মুসলিম-হিন্দু সবাই খায়। ঠিক তেমনি বোলার হয়ে উঠেছেন মুস্তাফিজুর রহমান। সে বোলিংয়ে আসলে আমরা বলতাম জাতীয় খাবার এসেছে। ২০১৬ টি-টোয়েন্ট বিশ্বকাপের এক সংবাদ সম্মেলনে

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তৎকালীন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছিলেন, ‘মোস্তাফিজ যদি ঘুম থেকে উঠে বোলিং করতে আসে তাহলেও তার বল খেলা অসম্ভব’। কিন্তু সেই মোস্তাফিজ

এখন আর নেই। এখন প্রতিনিয়তই সবাইকে হতাশ করছেন তিনি। আজও পাকিস্তানের বিপক্ষে একদমই খারাপ বল করেছেন মুস্তাফিজুর রহমান। চার ওভার বোলিং করে ৪৮ রানের বিনিময়ে নিতে

পারেননি কোন উইকেট। ৭টি বাউন্ডারির সঙ্গে হজম করেছেন ১টি ছক্কা। ওয়াইড দিয়েছেন ২টি, ডট ৬টি। ইনিংসের দ্বিতীয় ওভারেই বোলিংয়ে এসে দুই বাউন্ডারিসহ ১০ রান দিয়ে বসেন মুস্তাফিজ। সেই শুরু। পরের তিন

ওভারেও বেদম মার খেয়েছেন মুস্তাফিজ।১৬ ওভার শেষে পাকিস্তানের রান ছিল ৩ উইকেটে ১১১। পরের ওভারেই মুস্তাফিজ দিয়ে বসেন ১৬ রান। পাকিস্তানিরা মোমেন্টাম পেয়ে যায়। তবু বাংলাদেশের

প্রধান স্ট্রাইক বোলারের ওপর ভরসা রেখে শেষ ওভারে তাকে বোলিংয়ে আনেন অধিনায়ক নুরুল হাসান সোহান। ওই ওভারে তিনি দেন ১৩ রান। এর আগে আরব আমিরাতের মতো দলের

বিপক্ষেও ৪ ওভারে ৩১ রান দিয়ে বসেছিলেন মুস্তাফিজ। একই ম্যাচে পেসার শরীফুল ইসলাম ৩.৪ ওভারে মাত্র ২১ রানে নেন ৩ উইকেট। গত এশিয়া কাপেও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ১৭তম ওভারে বোলিংয়ে এসে ১৭ রান দিয়ে বসেন

ফিজ। তার কারণেই দল সেদিন হেরে যায় ৯ বল আগেই। আজকের ম্যাচ নিয়ে চলতি বছরে খেলা ১১ টি-টোয়েন্টির মধ্যে ৫ টিতেই কোনো উইকেট পাননি মুস্তাফিজ। ১৮ ম্যাচ ধরে একটির বেশি উইকেট পাচ্ছেন না।

দয়া করে নিউজটি শেয়ার করুন🙏

এই বিভাগের আরো খবর পড়ুন 👇
© All rights reserved © 2022
Site Customized By NewsTech.Com