টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল রওনা হবে সন্ধ্যায়, এর কয়েক ঘন্টা আগে খবর এসেছে, দলের ব্যাটিং কোচ পদত্যাগ করেছেন। হুট করেই জিম্বাবুয়ের ব্যাটিং কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন দক্ষিণ
আফ্রিকার সাবেক অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার। এক বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট জানিয়েছে, বিশ্বের অন্যান্য জায়গায় কাজ করার ইচ্ছা থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন ক্লুজনার। দুই পক্ষের সমঝোতায় শেষ হয়েছে তাদের সম্পর্ক। গত মার্চে
দ্বিতীয় মেয়াদে জিম্বাবুয়ের কোচিং স্টাফে ফেরেন ক্লুজনার। এর আগে ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত দলটির ব্যাটিং কোচ হিসেবেই কাজ করেছিলেন তিনি। আসছে জানুয়ারিতে দক্ষিণ
আফ্রিকায় প্রথম ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ টি–টোয়েন্টি শুরু হবে। টুর্নামেন্টে ডারহাম ফ্রাঞ্চাইজির প্রধান কোচের দায়িত্ব নেবেন ক্লুজনার। জুলাইয়েই দায়িত্বটি নেওয়ার ঘোষণা দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক
অলরাউন্ডার। জিম্বাবুয়ের ক্রিকেটে ক্লুজনারের অবদানের কথা উল্লেখ করে জেডসির ব্যবস্থাপনা পরিচালক গিভমোর ম্যাকোনি বিবৃতিতে বলেছেন, ‘টি–টোয়েন্টি বিশ্বকাপের বাছাইসহ গত কয়েক মাসে ল্যান্স যে অবদান রেখেছেন, আমরা তার প্রতি
কৃতজ্ঞ।’ অস্ট্রেলিয়ায় আগামী ১৬ অক্টোবর থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রাথমিক পর্বে ‘বি’ গ্রুপের দল জিম্বাবুয়ের অভিযান শুরু পরদিন, আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১৯ ও ২১ অক্টোবর তারা খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ডের বিপক্ষে।