স্বাগতিক নিউজিল্যান্ডকে বোলিংয়ে ভালোই ভুগিয়েছে পাকিস্তান। যার কারণে কাঙ্খিত স্কোর পায়নি কিউইরা। টসে জিতে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট
হারিয়ে ১৪৭ রান তুলেছে পাকিস্তান। রান তাড়ায় বাবর আজমদের স্কোর ৩ ওভার শেষে ২২ রান। এদিন ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় কিউইরা। দলীয় ১৬ রানে
হারায় প্রথম উইকেট। ব্যক্তিগত ১৩ রান করে ফেরেন ওপেনার ফিন অ্যালেন। এরপর দ্বিতীয় উইকেটে অধিনায়ক উইলিয়ামসন ও ওপেনার ডেভন কনওয়ে দেখেশুনে খেলতে থাকেন।
দুইজনের ৬১ রানের জুটি পড়ার পর কনওয়ের বিদায়ে ভাঙে সেটি। কনওয়ে করতে পারেন ৩৬ রান। এরপর ৩১ রান করা উইলিয়ামসনও ফিরে যান। গ্লেন ফিলিপস ও মার্ক চ্যাপম্যান চতুর্থ উইকেট জুটিতে দ্রুত রান তোলার চেষ্টা করে। তবে
ফিলিপস ১৮ ও চ্যাপম্যান ৩২ রানে ফিরলে আটকে যায় কিউইদের রানের গতি। স্বাগতিকরা শেষ ৫ উইকেট হারায় মাত্র ১৪ রানের মধ্যে। যার ফলে ১৪৭ রানের বেশি তুলতে পারেনি কিউইরা। পাকিস্তানের সেরা হ্যারিস রউফ। ৪ ওভার করে ৩ উইকেট নেন ২৮ রান খরচায়।